promotional_ad

মরগানের বিশ্বকাপ ভাবনায় আছেন আর্চার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে জফরা আর্চারকে জায়গা দেয়ার ব্যাপারে খোলামেলা আলোচনা করা হবে বলে জানিয়েছেন ওয়ানডে দলপতি ইয়ন মরগান। কিন্তু তাঁর আগে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য তাঁকে উপযুক্ত হতে হবে। 


চলতি বছরের মার্চের পরই ইংলিশদের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন আর্চার। ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চার বর্তমানে ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় আছেন। তাঁর বাবা ইংল্যান্ডের অধিবাসী হওয়াতে ইংলিশদের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 


promotional_ad

নাগরিকত্ব পাওয়ার পর আগামী মার্চে ইংল্যান্ড দলে খেলার জন্য আবেদন করতে পারবেন এই ক্রিকেটার। মরগান অবশ্য জানিয়েছেন, ইংলিশদের হয়ে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্চার। তাঁর ভাষায়,


'বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খুব কাছে দাঁড়িয়ে আছে আর্চার। তাঁর বিপক্ষে অনেক খেলেছি আমি। ক্রিকেট বিশ্বে তাঁরা মূল্য অনেক। সে অনেক প্রতিভাবান একজন ক্রিকেটার।


শুধু সাসেক্সেই নয়, আইপিএল বিগ ব্যাশেও তাঁর দারুণ কিছু পারফর্মেন্স রয়েছে। তাই তাঁর ব্যাপারে খোলামেলা আলাপ আলোচনা হচ্ছে। যখন সে ইংল্যান্ডের জন্য খেলতে পারবে তাঁর পরই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিব আমরা।'


বিশ্বকাপের জন্য আগামী এপ্রিলের ২৩ তারিখের মধ্যে দল ঘোষণা করতে হবে সব দলকে। কিন্তু এর আগে জাতীয় দলের হয়ে কোন ম্যাচে মাঠে নামার সুযোগ থাকছে না তাঁর। দল ঘোষণার পর পাকিস্তান এবং আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলবে ইংল্যান্ড। সুতরাং আর্চার বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়াটা কঠিনই বলা যায়। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball