promotional_ad

ফ্রাইলিঙ্ক ম্যাজিকে জিতল চিটাগং

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা ডায়নামাইটসঃ ১৩৯/৮ (২০ ওভার)


(সাকিব ৩৪, শুভাগত ২৯, সোহান ২৭; ডেলপোর্ট ৩/২৫)


চিটাগং ভাইকিংসঃ ১৪৫/৭ (১৯.৪ ওভার)


(ডেলপোর্ট ৩০, মোসাদ্দেক ৩৩, ফ্রাইলিঙ্ক ২৫*; সাকিব ৪/১৬)


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের পুঁজি গড়ে ঢাকা ডায়নামাইটস। ফ্রাইলিঙ্ক ম্যাজিকে এই লক্ষ্য পেরিয়ে গেছে চিটাগং।


শেষ ওভারে ১৬ রান দরকার ছিল চিটাগংয়ের। মোহর শেখের করা ওভারে দুই ছক্কা ও ১ চারে ১ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফ্রাইলিঙ্ক। তিনি মাত্র ১০ বলে ২৫ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেছেন।



promotional_ad

তাঁর সঙ্গে ২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সানজামুল ইসলাম। এর আগে, মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। তারা ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়েছে মোহাম্মদ শেহজাদের উইকেট।


তিনি কোনো রান করার আগেই আন্দ্রে রাসেলের বলে কভার পয়েন্টে শুভাগতর দুর্দান্ত ক্যাচে ফিরেছে। মাত্র ১২ বলে ৩০ রান করা ডেলপোর্টকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন মুশফিক ও ইয়াসির।


এই দুজনের জুটিতেই দলীয় অর্ধশতক পূরণ হয় চিটাগংয়ের। ইয়াসির ১৫ রান করে সাকিবের দ্বিতীয় শিকার হয়েছেন উইকেটের পেছনে সোহানকে ক্যাচ দিয়ে। এরপর শানাকাও বেশিক্ষণ টিকতে পারেননি। 


তিনি ২ রান করে সাকিবের তৃতীয় শিকার হয়েছেন লেগ বোফোরের ফাঁদে পড়ে। শুরু থেকে দারুণ খেলতে থাকা মুশফিক ব্যক্তিগত ২২ রানে রুবেল হোসেনের বলে সুনীল নারিনের হাতে ক্যাচ দিয়েছেন লং অনে।


৪ রান করা নাঈম হাসানকে বোল্ড করে ঢাকাকে ম্যাচে ফেরান সাকিব।  এরপর মোসাদ্দেক ৩৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। শেষ ওভারে ফ্রাইলিঙ্ক ঝড়ো ব্যাটিং করে সাকিবদের পরিকল্পনা ভেস্তে দেন। 


এই ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। আর নারিন ফিরেছেন ১৮ রান করে। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। তৃতীয় উইকেটে কুনকে নিয়ে দারুণ এক জুটি গড়েন ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান।


এই দুজনের ব্যাটে দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। এরপরই কুন ১৮ রান করে আউট হয়েছেন। আর রানের খাতা খোলার আগে ফিরেছেন ডারউইচ। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন পেসার আবু জায়েদ রাহী।


অধিনায়ক সাকিবও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তিনি ৩৪ রান করে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ডেলপোর্টের বলে। এরপর পরই সোহান ফিরে গেছেন ২৭ রান করে সেই ডেলপোর্টের শিকার হয়ে। 



আন্দ্রে রাসেল দলের বিপর্যয়ে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তিনি মাত্র ১ রান করে খালেদের বলে লং অনে ক্যাচ দিয়েছেন শানাকার হাতে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রান বাড়াতে ব্যর্থ নাঈম শেখ।


তিনি মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ডেলপোর্টের তৃতীয় শিকার হয়েছেন। ইনিংসের শেষ বলে ২৯ রান করা শুভাগত রান আউট হয়েছেন। শেষ পর্যন্ত মোহর ০ রানে অপরাজিত থাকলেও ঢাকাকে বড় পুঁজি এনে দিতে ব্যর্থ হয়েছেন।


ঢাকা ডায়নামাইটস একাদশঃ


সুনিল নারিন, ডারউইচ রাসুল, রনি তালুকদার, হেইনো কুন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মোহাম্মদ নাঈম শেখ, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।


চিটাগং ভাইকিংস একাদশঃ


মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, রবি ফ্রাইলিংক, দাশুন শানাকা, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball