গেইলের ফর্ম নিয়ে ভাবছে না রংপুর

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের ষষ্ঠ আসরে একদমই চেনা রূপে দেখা যাচ্ছেন না রংপুর রাইডার্সের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও হাসছে না গেইলের ব্যাট। তবে এ নিয়ে কোন দুশ্চিন্তার ছাপ নেই রংপুর শিবিরে।
এবারের বিপিএলে যথাক্রমে ১, ৮, ২৩, ৭, ০ রান সংগ্রহ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান গেইল। কিন্তু এমন ব্যাটিং গেইলের সহজাত বৈশিষ্ট্য নয় সকলেরই জানা। যে কোন দিন ব্যাট হাতে হলে উঠবেন গেইল, হতে পারে সেটা পরের ম্যাচেই, বিশ্বাস রংপুর রাইডার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল।

তবে গেইলের একার পারফর্মেন্সের চেয়ে দলীয় পারফর্মেন্স নিয়ে বেশি মনোযোগী রংপুর। সোমবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের হাওয়েল বলেন, 'না, আমরা একজনের পারফর্মেন্স নিয়ে ভাবছি না।
'আমরা দলের পারফর্মেন্স নিয়ে ভাবছি। আমরা জানি ক্রিস বড় রান পাওয়ার খুব কাছে আছে। আশা করছি পরবর্তী ম্যাচেই সে রান পাবে।'
বিপিএলের পঞ্চম আসরে রংপুরের শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন উইন্ডিজ এই তারক ব্যাটসম্যান। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আসরের ফাইনালে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
গেইলের ফর্ম নিয়ে একটুও চিন্তা করছে না রংপুর। চেনা চেহারায় ফিরে আসবেন তিনি যে কোন ম্যাচে বিশ্বাস, রংপুরের।