promotional_ad

হাওয়েলের পথের কাঁটা ডি ভিলিয়ার্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট |


তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স থাকায় রংপুরের একাদশে সুযোগ হচ্ছে না দারুণ ফর্মে থাকা বেনি হাওয়েলের। প্রথম ছয় ম্যাচেই দলের স্কোয়াডে ছিলেন অলরাউন্ডার বেনি হাওয়েল। রংপুরের হয়ে প্রথম ছয় ম্যাচে দুর্দান্ত ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন তিনি। 


প্রতি ম্যাচেই অধিনায়ক তাঁর কাছ থেকে চার ওভার আদায় করে নিতে সক্ষম হয়েছেন। তবে রংপুর রাইডার্স বিপিএলের প্রথম ছয় ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয়ের দেখা পেয়েছিল। সিলেটের বিপক্ষে রংপুরের সপ্তম ম্যাচে এসে দলে যোগ দেন এবি ডি ভিলিয়ার্স। 



promotional_ad

ডি ভিলিয়ার্সকে দলে রাখার সাথে আরও তিন বিদেশি ব্যাটসম্যানকে একাদশে রেখে দল সাজিয়ে সাফল্য পায় রংপুর। অ্যালেক্স হেইলস, রাইলি রুশো ও ক্রিস গেইলের সাথে ডি ভিলিয়ার্সকে জায়গা দিতে ডাগ আউটে বসে থাকতে হয় ধারবাহিকভাবে ভালো পারফর্ম করা বেনি হাওয়েলকে। সোমবার মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেছেন,


'অবশ্যই (কঠিন করে তুলেছে)। গত ম্যাচ থেকে আমি খেলছি না। এবি একাদশে এসেছে। আমরা চারজন তারকা ব্যাটসম্যান খেলাচ্ছি। এতে কোনো সমস্যা নেই, যতক্ষণ আমরা সেরা একাদশ খেলাচ্ছি। প্লে অফের আগে যত বেশি সম্ভব ম্যাচ জয় করছি কিনা সেটাই মুখ্য।'


তবে যে কোনো ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রস্তুত এই ইংলিশ অলরাউন্ডার। তাঁর ভাষায়, 'আমি প্রস্তুত থাকব আমার সুযোগের জন্য। আগামীকালের ম্যাচের জন্য আমি নিশ্চিত নই। তবে নিজেকে প্রস্তুত রাখব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball