promotional_ad

বিপিএলে শীর্ষ দুই দলের লড়াই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষে সোমবার ঢাকায় দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। এদিনে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামছে দুই নম্বরে থাকা চিটাগং ভাইকিংস।


শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস।


অন্যদিকে, ৫ ম্যাচ খেলে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংস জিতেছে ৪ ম্যাচে। দুই দলের ব্যাটসম্যানরাই দারুণ ফর্মে আছেন। শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে দারুণ এক অর্ধশতক হাঁকিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব।


ব্যাট হাতে সাকিবের রানে ফেরা বাড়তি অনুপ্রেরণা যোগাবে দলটিকে। তাছাড়া, চিটাগংয়ের হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন অধিনায়ক মুশফিকুর রহীম। এবারের আসরে বেশ কয়েকটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।



promotional_ad

তাছাড়া, ব্যাট হাতে নিয়মিত রানের মধ্যে আছেন আহমেদ শেহজাদ ও ইয়াসির আলীরা। ঢাকার বোলিং শক্তিও বেশ দারুণ। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বল হাতে ছন্দে আছে আন্দ্রে রাসেল ও অ্যান্ড্রু বির্চরা।


আর চট্টগ্রামের হয়ে বল হাতে নিয়মিত উইকেট শিকার করছেন স্থানীয় দুই পেসার আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদরা। ফলে, বোঝাই যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই দারুণ উত্তেজনা ছড়াবে।


চমক দেখাতে পারেন যারাঃ


মুশফিকুর রহীম (চিটাগং ভাইকিংস): বিপিএলের এবারের আসরে ৫ ম্যাচ খেলে ২ অর্ধশতকে ১৯১ রান করেছেন চিটাগং ভাইকিংস দলপতি মুশফিকুর রহীম। সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তাঁর অবস্থান এখন ৫ নম্বরে। বিপিএলে নিয়মিতই ব্যাট হাসছে তাঁর। শীর্ষে থাকা ডায়নামাইটসের বিপক্ষেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাইবেন মুশফিক।


সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস): নিয়মিত উইকেট পেলেও শুরু থেকে রান পাচ্ছিলেন না সাকিব। সিলেটের বিপক্ষে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ৬ ম্যাচে তাঁর রান ১৩৫। তাছাড়া, বল হাতে ১০ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারিদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন তিনি। চিটাগংয়ের বিপক্ষেও তাঁর দিকে তাকিয়ে থাকিবে ঢাকা।



চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ 


মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান,  নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি। 


ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ


সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্র বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball