promotional_ad

সাকিবদের তাতিয়ে দিয়ে সফল পাপন

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রান খরায় থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে তাতিয়ে দিয়ে সফল হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল ইসলাম পাপন। ঢাকা থেকে সিলেটে আঞ্চলিক ক্রিকেটের শাখা উদ্বোধনের জন্য আসার আগে সাকিব ও তামিমকে আলাদা করে ফোন দিয়েছিলেন তিনি। ফোনালাপে দেশের ক্রিকেটের দুই তারকার ব্যাটে রান দেখতে চেয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। 


এবারের বিপিএলে এখন পর্যন্ত বড় রান পান নি সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ। মুশফিকুর রহিম রান তাড়া করার ম্যাচে বড় রান পেলেও খরা ছিল বাকি তিনজনের ব্যাটে। গত শুক্রবার একই দিনে এই তিনজনকে সরাসরি পারফর্ম করতে দেখেছিলেন পাপন। 



promotional_ad

সাংবাদিকদের তিনি বলেছিলেন, 'আমি আসার আগে সাকিবকে ফোন দিয়েছিলাম। সাকিব তাঁর দলের দুই বিদেশি নিয়ে কথা বলছিল। আমি তাঁকে বলেছি, আমি তোমার খেলা দেখতে এসেছি। তোমাদের খেলা দেখতে আসছি। তামিমকেও ফোন দিয়েছি, তাঁর ব্যাটে রান দেখতে চেয়েছি আমি।'


বোর্ড প্রধানকে নিরাশ করেননি সাকিবরা। সিলেটের বিপক্ষে বল হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলেন, ৪১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাকিব। 


একই দিনের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালও রানের দেখা পেয়েছেন। খুলনা টাইটান্সের বিপক্ষে ৪২ বলে ৭৩ রান করে দলকে বড় রান তাড়া করতে সাহায্য করেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball