promotional_ad

ক্রিকেটের নিয়ম বদলে ফেলতে চান রোডস

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশি ক্রিকেটারদের সুবিধার্থে ক্রিকেটের নিয়ম বদলে ফেলার পক্ষে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। বিপিএলে সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন তিনি। 


সুপার ওভারে বাংলাদেশি ব্যাটসম্যান ও বোলারের বাধ্যতামূলক অংশগ্রহন চান তিনি। বাংলাদেশি ক্রিকেটারদের চাপের মুখে পারফর্ম করার প্রস্তুতি বিপিএল থেকেই হোক, এমনই চাওয়া রোডসের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 



promotional_ad

'আমি জানি এবার নিয়ম করা হয়েছে, কম বিদেশি ক্রিকেটার খেলানোর জন্য। আমার মনে হয় ভবিষ্যতের জন্য একটা জিনিস ভাবতে পারে ক্রিকেট কর্তারা, ম্যাচ গুলো যখন সুপার ওভারে যাবে, আমি বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাট ও বল হাতে দেখতে চাইব। আমি জানি এটা ভিন্ন ধরনের। কারণ দেখা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপে এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের সুপার ওভারের অভিজ্ঞতা কাযে লাগাতে হতে পারে। এমনকি ওয়ানডে ম্যাচেও হতে পারে। হতে পারে পঞ্চাশ ওভারের ম্যাচে একই অবস্থা সৃষ্টি হলে সুপার ওভারের মাধ্যমে সমাধান করা যায়। 


'আমি চাইব বিপিএলে সুপার ওভারে দুই দলের বোলার হতে হবে বাংলাদেশি। এটা দারুণ হবে। এটা টুর্নামেন্ট শুরুর আগেই দল নির্বাচনে প্রভাব ফেলবে। দল গুলো দেখতে চাইবে ওইরকম অবস্থায় কে বল করবে এবং সেই বোলারদের দলে নিতে চাইবে, যেমন তাসকিন, মুস্তাফিজ, রনি। আর একজন ব্যাটসম্যান অবশ্যই হতে হবে। এভাবে তাঁরাও এমন অবস্থায় খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটা ভিন্ন, কিন্তু আপনি আমার কারণ বুঝতে পারছে। আমি চাই বাংলাদেশি প্লেয়াররা ম্যাচের সব অবস্থার জন্য প্রস্তুত হতে।'


বিপিএলে ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মত সুপার ওভারের মতন ঘটনা ঘটে। ১২ জানুয়ারি খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচটি সুপার ওভারে গড়ায়। খুলনার হয়ে সুপার ওভারে বল করেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। ভাইকিংসের হয়ে ব্যাট করেছেন ক্যামেরন ডেলপোর্ট ও রবি ফ্রাইলিঙ্ক, ডেলপোর্ট আউট হওয়ার পর নেমেছিলেন মুশফিক। 



পরবর্তীতে খুলনা টাইটান্সের ব্যাটিংয়ের সময় ক্রিজে ছিলেন কার্লোস ব্রাথওয়েট ও ডেভিড মালান। মালান আউট হলে ক্রিজে আসেন পল স্টারলিং। বোলিংয়ে ছিলেন চিটাগংয়ের রবি ফ্রাইলিঙ্ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball