promotional_ad

যে কোনো ম্যাচে অভিষেক হবে আফ্রিদির

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুর রাইডার্সের হয়ে যে কোন ম্যাচে অভিষেক হতে পারে তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদির। বৃহস্পতিবার রংপুরের ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ টম মুডি ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।


রংপুর এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে। নিশ্চিত জয়ের ম্যাচে তালগোল পাকিয়েও হারতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য দল নির্বাচনের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হবে মাশরাফিদের।



promotional_ad

১৫ বছর বয়সী আফ্রিদিকে অভিষেক করিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে চায় রংপুর। মুডির ভাষায়, 'আমাদের দেখতে হবে টুর্নামেন্টটা কিভাবে এগোয় আমাদের জন্য।


'আমাদের দুইজন ভালো স্পিনার আছে, গাজি ও অপু। কিন্তু আমরা যদি লেগ স্পিনারের খোঁজ করি, তাহলে আমি বিশ্বাস করি সে খেলার জন্য প্রস্তুত, যদি সে সুযোগ পায়। অনুশীলনে সে অবশ্যই আমাদের সবাইকে মুগ্ধ করেছে।'


মোহাম্মদ রফিক, সাবেক বাংলাদেশি স্পিনার আফ্রিদির সাথে তাঁর বোলিং নিয়ে কাজ করে আসছেন। তিনি ইতিমধ্যেই আফ্রিদিকে বাংলাদেশের ভবিষ্যৎ তারকার তকমা দিয়ে দিয়েছেন। ঢাকার হয়ে এবারের বিপিএলে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করা আলিস আল ইসলামের উদাহরণ টেনে তিনি বলেছেন, 



'সত্যি কথা বলতে, তাঁকে দলে নেয়া হয়েছে। অবশ্যই ওই ধরণের চিন্তাভাবনা আছে। ভালো বোলারও তো ছয় খাচ্ছে। এখন ওকে একটু ট্রাই করে দেখি। ঢাকা যেটা করেছে, ওই ছেলে ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ছাড়লেও সেই ছেলেই কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমি মনে করি ওর থেকে ভালো হবে সে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball