promotional_ad

শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া একাদশে দুটি পরিবর্তন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে পিঠের ইনজুরিতে পড়া জ্যাসন বেহরেনডর্ফের পরিবর্তে থাকছেন বিলি স্ট্যানলেক।


অপরদিকে নাথান লায়নের বদলী হিসেবে খেলবেন আরেক স্পিনার অ্যাডাম জাম্পা। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা পেসার কেন রিচার্ডসনকেও ব্যাক আপ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে এই দলে। 


বেশ অনেক দিন থেকেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন পেসার বেহরেনডর্ফ। প্রথম দুটি ওয়ানডেতে খেলতে পারলেও এবার সেই ইনজুরি মাথা চাড়া দেয়ায় শেষ ম্যাচে থাকা হচ্ছে না তাঁর। বেহরেনডর্ফের বদলী ঘোষণার আগে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন,



promotional_ad

'তাঁকে পর্যালোচনার মধ্যে রাখা হবে। তাঁর পিঠের সমস্যা আগে থেকেই ছিলো, সুতরাং আমি মনে করি তাঁকে এই সিরিজটি সহ সামনে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেয়া দরকার।'


এদিকে অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫৯ রান খরচায় উইকেট শূন্য ছিলেন নাথান লায়ন। তার আগে প্রথম ম্যাচেও ৫০ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। সেই কারণেই তাঁর বিকল্প হিসেবে জাম্পাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট বলে জানা গিয়েছে। 


দলে ডাক পাওয়া কেন রিচার্ডসন সম্প্রতি বিগ ব্যাশ লীগে হোবার্ট হারিকেন্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন। মেলবোর্ন রেনেগেডসের এই পেসার হারিকেন্সের বিপক্ষে ৩৮ রানে ৩টি এবং সিক্সার্সদের বিপক্ষে ২৬ রানে ৩টি উইকেট নিয়েছিলেন। এই পারফর্মেন্সের কল্যাণেই নির্বাচকদের বিবেচনায় এসেছেন তিনি। 


অস্ট্রেলিয়া একাদশঃ



অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, গ্ল্যান ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, পিটার সিডল, অ্যাডাম জাম্পা, বিলি স্ট্যানলেক। 


ব্যাক আপঃ কেন রিচার্ডসন


সূত্রঃ ফক্স ক্রিকেট



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball