ডাইনামাইটসদের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিলো কিংসরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলের ১৭তম ম্যাচে আজ খেলতে নেমে শক্তিশালি ঢাকা ডাইনামাইটসের সামনে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস।
রাজশাহীকে এত অল্প রানে বেঁধে ফেলার পেছনে মূল কৃতিত্ব দিতে হবে দুই ক্যারিবিয়ান বোলার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন স্পিন তারকা নারিন। যেখানে ১টি উইকেট পেলেও ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়েছেন রাসেল।
ঢাকার বাকি বোলাররাও দারুণ পারফর্ম করেছেন। ৩ ওভারে উইকেটশুন্য থাকলেও ১৭ রান খরচ করেছেন পেসার রুবেল হোসেন। এছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান এবং আলিস আল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন।
এদিন ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে কিংস ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে উজ্জ্বল ছিলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মার্শাল আইয়ুব। খেলেছেন ২টি ছয় এবং ৩টি চারের সাহায্যে মাত্র ৩১ বলে ৪৫ রানের দারুণ একটি ইনিংস।

ব্যাট হাতে বিশ ঊর্ধ্ব ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস এবং জাকির হাসান। নাফিস ২৭ বলে ২৫ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির ১৮ বলে ২০ রান করেছেন। বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে ইনিংস শেষ হয়েছে মিরাজের রাজশাহীর।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১৩৬/৬ (২০ ওভার) (মার্শাল-৪৫, নাফিস-২৫; নারিন-৩/১৯, রাসেল-১/১৭)
টসঃ রাজশাহী (ব্যাটিং)
রাজশাহী কিংস একাদশঃ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সেকুগে প্রসন্ন, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাট।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, আলিস আল ইসলাম।