শুরুতেই মিরাজের বিদায়

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ৩/১ (৩ ওভার) (মার্শাল-০*, নাফিস-১*; রাসেল-১/১)
টসঃ রাজশাহী (ব্যাটিং)
মিরাজের বিদায়ঃ

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে রাজশাহী কিংস। নিজের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে কিংস অধিনায়ককে কাইরন পোলার্ডের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন আন্দ্রে রাসেল।
ক্যারিবিয়ান অলরাউন্ডারের করা বলটি কিছুটা এগিয়ে এসে মারতে গিয়েছিলেন মিরাজ। কিন্তু ব্যাটের কানায় লেগে কাভার অঞ্চলে ধরা পড়েন পোলার্ডের হাতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিংসদের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৩ রান।
রাজশাহী কিংস একাদশঃ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সেকুগে প্রসন্ন, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাট।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, আলিস আল ইসলাম।