তামিম বিশ্বমানের ক্রিকেটারঃ ডওসন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডওসন।
এখন পর্যন্ত চলতি বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। কুমিল্লার জার্সিতে খেলতে নেমে সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৫ রান করলেও চার ম্যাচে করেছিলেন যথাক্রমে ৪,২১, ০ এবং ০।

এরপরেও তামিমের প্রতি আস্থা হারাচ্ছেন না ডওসন। তামিমের রেকর্ডই তাঁর পক্ষে কথা বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন ওপেনিং নিয়ে পারতপক্ষে কোনও সমস্যা দেখছেন না তিনি,
'ওপেনিং নিয়ে আসলে তেমন কোনও সমস্যা নেই। তামিম একজন বিশ্বমানের ক্রিকেটার। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। খেলোয়াড়েরা তার কাছ থেকে টিপস নেয়,' বলেছেন ডওসন।
গত কয়েক ম্যাচে জ্বলে উঠতে না পারলেও সামনের ম্যাচগুলোতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন তামিম, বিশ্বাস ডওসনের। পাশাপাশি দলকেও ভালো কিছু এনে দিবেন তিনি। ইংলিশ অলরাউন্ডারের ভাষায়,
'আপনারা জানেন যে ফর্ম ক্ষণস্থায়ী। এখনও অনেক ক্রিকেট বাকি আছে। সে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু এনে দিবে।'
উল্লেখ্য আগামী ১৮ই জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পাওয়ায় যথেষ্ট আত্মবিশ্বাসী এখন তারা।