সাকিবদের বিপক্ষে টসে জিতলেন মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান বিপিএলে আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস এবং মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিংস দলপতি মিরাজ।  


এখন পর্যন্ত এই বিপিএলে পর্যন্ত দারুণ ছন্দে আছে সাকিবের দল ঢাকা। ৪টি ম্যাচের সবকয়টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। অপরদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ রানের দারুণ একটি জয়ের পর খুলনা টাইটান্সের কাছে গতকাল ২৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে মিরাজের রাজশাহী। 


promotional_ad

উল্লেখ্য এর আগে এবারের আসরের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছিলো রাজশাহী এবং ঢাকা। সেই ম্যাচটিতে সাকিবদের কাছে ৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিলো মিরাজরা। সেই ম্যাচে ঢাকার ছুঁড়ে দেয়া ১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছিলো মিরাজ বাহিনী।। 


ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্রু বির্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।


রাজশাহী কিংস স্কোয়াডঃ


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি ইভান্স, কাইস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball