promotional_ad

ক্যারিয়ার শেষ হয়ে যায় নিঃ তাইজুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টুয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে খুলনা টাইটান্সকে টুর্নামেন্টের প্রথম জয় এনে দিতে সাহায্য করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চার ওভারে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। ৬২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা তাইজুলের এর আগে ১৮ রানে তিন উইকেট ছিল ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।


অবশ্য তাইজুলের জন্য ক্যারিয়ার সেরা বোলিংয়ের জন্য আরও দীর্ঘ সময় পড়ে আছে।  রাজশাহী ও খুলনার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা তাইজুল বলেছেন, 'ক্যারিয়ার তো এখনও পড়ে আছে। ক্যারিয়ার তো শেষ হয় নি।' 



promotional_ad

তাইজুল ইসলাম বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য। কিন্তু সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের ভাবনায় নেই তিনি। তবে এবারের বিপিএল দিয়ে ভিন্ন বার্তা দিচ্ছেন তাইজুল। 


খুলনার হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম চার ম্যাচে দুই উইকেট পেলেও রান আটকে রাখার কাজটি দারুণভাবে করে এসেছেন তাইজুল। কোন ম্যাচেই ইকনোমি রেট ছয় ছাড়াতে দেন নি তাইজুল। 


'সাদা বলের ক্রিকেট যে কোনো দিন খেলি নি এমন নয়। আগেও খেলেছি। আন্তর্জাতিক পর্যায়েও খেলেছি। প্রিমিয়ার লীগেও খেলেছি। বিপিএলেও খেলেছি। তো সবসময় আমি সব ফরম্যাটের ক্রিকেটই উপভোগ করি,' বলেছেন তাইজুল। 



খুলনা ও রাজশাহীর ম্যাচে আগে ব্যাট করে মাহমুদুল্লাহর দল ১২৮ রান করে। সেখান থেকে রাজশাহীকে ১০৩ রানে অল আউট করেছে খুলনা। টুর্নামেন্টে খুলনার প্রথম জয়ে বড় অবদান রেখেছেন তাইজুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball