promotional_ad

ছন্দে থাকা ডাইনামাইটসদের মুখোমুখি কিংসরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের বিপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইটস। ৪টি ম্যাচের সবকয়টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। এবার টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে ঢাকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। 


এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ রানের দারুণ একটি জয়ের পর খুলনা টাইটান্সের কাছে আজ ২৫ রানের ব্যবধানে পরাজিত হতে হয়েছে কিংসদের। ফলে তাদের আত্মবিশ্বাসের পালে কিছুটা ভাটা পড়েছে। সুতরাং ডাইনামাইটসদের মতো শক্তিশালী দলের বিপক্ষে যে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে তাদের তা বলাই বাহুল্য।  


এই বিপিএলে ঢাকার থেকে দল গঠনের দিক থেকে কিছুটা পিছিয়েই আছে রাজশাহী। দলটিতে তারকা বিদেশীদের মধ্যে আছেন রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামির মতো খেলোয়াড়েরা। তার ওপর জাতীয় দলের দায়িত্ব পালন করতে এরই মধ্যে দেশে ফিরে গিয়েছেন কিংসদের পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। 


অবশ্য বিদেশীদের থেকে দেশী ক্রিকেটারদের ওপরেই বেশি আস্থা রাখতে চাইবে কিংস টিম ম্যানেজমেন্ট। কেননা দলটিতে রয়েছেন মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। 


অপরদিকে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, হজরতউল্লাহ জাজাই, রোভম্যান পাওয়েল, সুনীল নারিনদের নিয়ে বেশ শক্তিশালী দল সাকিবদের ঢাকা। তার ওপর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার হিসেবে সাকিব ছাড়াও থাকছেন রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন রাজিবরা। সবমিলিয়ে আগামীকালের ম্যাচে শক্ত লড়াই আশা করা যাচ্ছে।  
  
মুখোমুখিঃ


এর আগে এবারের আসরের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছিলো রাজশাহী এবং ঢাকা। সেই ম্যাচটিতে সাকিবদের কাছে ৮৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিলো মিরাজরা। সেই ম্যাচে ঢাকার ছুঁড়ে দেয়া ১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছিলো মিরাজের রাজশাহী। 


নজর থাকবে যাদের ওপরঃ 



promotional_ad

হজরতউল্লাহ জাজাইঃ (ঢাকা ডাইনামাইটস) 


ডাইনামাইটসের এই আফগান রিক্রুট টুর্নামেন্টের শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে। ব্যাট হাতে এই রাজশাহীর বিপক্ষেই নিজের প্রথম ম্যাচে ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। 


এরপর দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের মুখোমুখি হয়েও হেসেছিলো জাজাইয়ের ব্যাট। মাত্র ৩৬ বলে ৫৭ রানের আরেকটি ক্যামিও ইনিংস উপহার দিয়েছিলেন এই আফগান হার্ড হিটার। 


তবে রংপুর এবং সিলেটের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি তিনি। রান করেছিলেন যথাক্রমে ১ এবং ৪। সুতরাং আগামীকাল আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলতে নামবেন জাজাই তা বলাই বাহুল্য। 


মেহেদি হাসান মিরাজঃ (রাজশাহী কিংস)


কিংসদের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই নিজেকে দারুণভাবে প্রমাণ করে যাচ্ছেন তরুণ টাইগার অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। খুলনার বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেই হাঁকিয়েছিলেন অর্ধশতক। 


কুমিল্লার মুখোমুখি হয়ে এরপরের ম্যাচেও খেলেছিলেন ১৭ বলে ৩০ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। বল হাতেও ভালো ফর্মে আছেন মিরাজ। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বোলিং করে উইকেট শূন্য থাকলেও মাত্র ১৯ রান দিয়েছিলেন তিনি। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষেও মাত্র ২৬ রান দিয়েছিলেন কিংস অধিনায়ক। 


সিলেটের মাঠে খেলতে এসেও দারুণ উজ্জ্বল মিরাজ। মাহমুদুল্লাহদের বিপক্ষে খেলতে নামে সর্বশেষ ম্যাচে খেলতে নেমে ৪ ওভারে ২১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে রান করেছেন ১৬ বলে ২৩। যদিও জেতাতে পারেননি দলকে। তবে আগামীকালের ম্যাচেও মিরাজ থাকবেন পাদপ্রদীপের আলোতে।  
 
পিচ এবং কন্ডিশনঃ



সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিতে উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক হবে বলেই ধারণা করা যাচ্ছে। যদিও খুলনা এবং রাজশাহীর মধ্যকার আজকের ম্যাচটি ছিলো লো স্কোরিং। শুরুতে ব্যাট করে আজ মাত্র ১২৮ রান সংগ্রহ করেছিলো রিয়াদের দল। এই রানও অবশ্য টপকাতে পারেনি মিরাজের রাজশাহী। অলআউট হয়েছিলো মাত্র ১০৩ রানে।  


ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্রু বির্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।


রাজশাহী কিংস স্কোয়াডঃ


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি ইভান্স, কাইস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball