মাশরাফি সহজাত নেতাঃ হাওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সহজাত একজন নেতা হিসেবে অভিহিত করেছেন দলটির ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।
তাঁর মতে প্রত্যেক ক্রিকেটারের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন মাশরাফি। দলকে সামনে এগিয়ে নিতে নড়াইল এক্সপ্রেসের ভূমিকার ভূয়সী প্রশংসা ফুটে উঠেছে হাওয়েলের কণ্ঠে।
সিলেট সিক্সার্সের বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামার আগের দিন রংপুরের এই ইংলিশ রিক্রুট বলেছেন, 'আমি মনে করি সে একজন সহজাত নেতা। প্রত্যেকেই তাঁকে অনুসরণ করে। সে দারুণভাবে তাঁর দল পরিচালিত করছে। এভাবে সে প্রচুর সাহায্য করছে।'

ডেভিড ওয়ার্নারদের মুখোমুখি হওয়ার আগে দলকে যথেষ্ট ইতিবাচক রাখার চেষ্টা করছেন মাশরাফি। পাশাপাশি ম্যাচটির জন্য ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই প্রসঙ্গে হাওয়েলের ভাষ্য, 'প্রত্যেককে সে (মাশরাফি) ইতিবাচক রাখছে এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে।'
ঢাকা ডাইনামাইটস এবং রাজশাহী কিংসের বিপক্ষে গত দুটি ম্যাচে পরাজয়ের পর আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছে মাশরাফিদের। আর সেই কারণে সিক্সার্সদের বিপক্ষে পরবর্তী ম্যাচটি জয়ের জন্য মুখিয়ে আছে তারা।
আরেকটি জয় পেলে আবারও মোমেন্টাম নিজেদের করে নেয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন নড়াইল এক্সপ্রেস। রাজশাহী কিংসের কাছে শেষ ম্যাচে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন তিনি। মাশরাফি বলেছিলেন,
'পরবর্তী ম্যাচে অবশ্যই আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে। বিষয়গুলো সহজ নয়, তবে একটি জয় হয়তোবা মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে। আসলে টি টুয়েন্টিতে মোমেন্টাম যেটি আমরা ধরতে পারছি না আরকি কঠিন পরিস্থিতিতে।'
উল্লেখ্য এখন পর্যন্ত ৫টি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেলেও রান রেটের (০.৫২৭) দিক থেকে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে রংপুর রাইডার্স।