সিলেটের বিপক্ষে লুইসকে পাচ্ছেনা কুমিল্লা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে উইন্ডিজ বিধ্বংসী ওপেনার এভিন লুইসকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। চিটাগাং ভাইকিংসয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এই ম্যাচে খেলতে পারছেন না তিনি।
সিলেটের বিপক্ষে লুইসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন। তবে পরের ম্যাচ থেকে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কুমিল্লা,

'লুইসের এমআরআই করানো হয়েছে। তাঁর হ্যামট্রিং গ্রেড ওয়ান টিয়ারের ইনজুরি ধরা পড়েছে। সিলেটের বিপক্ষে সে খেলছে না, আমরা পরের ম্যাচ থেকে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী', বলেছেন নয়ন।
এদিকে লুইসের পরিবর্তে ভিক্টোরিয়ান্স একাদশে কে খেলবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। আন্তর্জাতিক সূচির কারণে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকও চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকায়।
এর আগে চিটাগাংয়ের বিপক্ষে কুমিল্লার ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত ৩৮ রানে ব্যাট করা অবস্থায় হঠাৎ পায়ের পেশীতে ব্যথা অনুভব করেন লুইস। সাথে সাথে মাঠে ফিজিও নেমে আসেন এবং কিছুক্ষণ চিকিৎসা করানোর পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এরপর আর ব্যাট হাতে কিংবা ফিল্ডিং করার সময়ও মাঠে দেখা যায়নি লুইসকে। পরবর্তীতে সোমবার তাঁর এমআরআই করানোর পর চোটের ব্যাপারে নিশ্চিত হয় কুমিল্লা।