পয়েন্ট টেবিলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিপিএলে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের খেলা। প্রথম পর্ব শেষে সব দলই এখন দ্বিতীয় পর্বে খেলতে অবস্থান করছে সিলেটে। ঢাকার প্রথম পর্ব শেষে শতভাগ জয় নিয়ে সিলেট পৌঁছেছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি।
সবার উপরে ঢাকা অবস্থান করলেও তলানিতে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ৪ ম্যাচে ৪টিতেই হেরেছে তাঁরা। ০ পয়েন্ট থাকার পাশাপাশি রান রেটের দিক দিয়েও পিছিয়ে আছে দলটি।

এদিকে তারকা সম্পন্ন দল না সাজালেও দলীয় নৈপুণ্যে আসরের শুরুটা দারুণ করেছে চট্টগ্রাম। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সিলেট পর্বে খেলতে নামবে মুশফিকুর রহিমের দল।
আসরে ২টি করে জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস।
দলে ডেভিড ওয়ার্নার-নিকোলাস পুরানদের মতো ক্রিকেটাররা থাকলেও এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি সিলেট। মাত্র ১টি জয় নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে দলটি।