promotional_ad

পাকিস্তানকে অস্ট্রেলিয়ার 'না'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রবিবার ক্রিকেট অস্ট্রলিয়া থেকে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানানো হয়েছিল। এই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এখনও সফরটির ব্যাপারে আশাবাদী তাঁরা। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে খোলামেলা কথাবার্তা চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।


বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু পাকিস্তানের গিয়ে খেলার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার উসমান খাওয়াজা এবং অ্যারণ ফিঞ্চ।  


promotional_ad

পাকিস্তানের মাটিতে না খেললেও মার্চ-এপ্রিলে সিরিজটি আরব আমিরাতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজের পর ফের কোন সিরিজ আয়োজন করলে তখন পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার বিষয়টি বিবেচনা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে বলা হয়েছে,


'এই মুহূর্তে আমরা দ্বিপাক্ষিক সিরিজটি পাকিস্তানে যেয়ে খেলতে অসম্মতি জানাচ্ছি। সিরিজ যেখানে হওয়ার কথা ছিল দুবাইয়ে আপাতত সেখানেই অনুষ্ঠিত হোক। 


'পরবর্তী কোন সিরিজ যদি আয়োজন করা হয় তখন আমরা পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে বিবেচনা করব। কিন্তু পাকিস্তানের খেলার বিষয়টি বন্ধ হয়ে যায়নি একবারে।'


১৯৯৮ সালের পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যায় নি অস্ট্রেলিয়া। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে দুবাইয়ে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সিরিজটির মধ্যে দুটি ওয়ানডে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিল পাকিস্তান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball