promotional_ad

ভারত-জিম্বাবুয়ে সিরিজে আইপিএল বাধা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরিবর্তিত সময়সূচির কারণে অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে ভারত এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ। তবে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি ভারত।


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সময়সূচি পূর্ব নির্ধারিত না হলেও আগামী মার্চের যে কোন সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে ভারতের নির্বাচনের কারণে আইপিএলের সময় সামনে নিয়ে আসা হয়েছে।



promotional_ad

আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। আবার অস্ট্রেলিয়া সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেই সফর শেষ করে আগামী ১০ ফেব্রুয়ারির পর দেশে ফিরবে ভারতীয় দল। এরপর ফিরতি সফরে ভারতের মাটিতে পাঁচটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।


এই দুই সিরিজ শেষ হবে ১৩ মার্চ। আইপিএলের আগে তাই ভারতীয় দল সময় পাবে মাত্র ১০ দিন। এই স্বল্প সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা অনেকটাই অসম্ভব ভারতের পক্ষে।


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক জিভমোর মাকোনি এই ব্যাপারে বিসিসিআইয়ের সাথে বৈঠকে বসবেন। যদি ওই দশ দিনের মাঝেই সিরিজ আয়োজন করা হয়, তাহলে হয়ত বাদ পড়তে পারে টেস্ট ম্যাচটি। সেক্ষেত্রে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা হবে। যদি সেটাও না হয়, তাহলে আপাতত সিরিজটি বাতিল করা হবে এবং বিশ্বকাপের পরে নতুন করে আয়োজনের চিন্তা ভাবনা করা হতে পারে।



শেষবার ভারতের মাটিতে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপ ও ২০০৬ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছিল দলটি। ভারতের মাটিতে জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল ২০০২ সালে। ১৭ বছর পর ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball