সিলেটে ভাগ্য বদলের খোঁজে খুলনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটে ভাগ্য বদলের লক্ষ্যে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সিলেট পর্বের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। যেখানে মাহমুদুল্লাহদের লক্ষ্য আসরের প্রথম জয় তুলে নেয়া, অন্যদিকে প্রতিপক্ষ মিরাজ বাহিনীর লক্ষ্য আসরে তৃতীয় জয় নিশ্চিত করা।
রংপুর রাইডার্সের মত শক্তিশালী দলের বিপক্ষে গেল ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী কিংস। যা খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে তাঁদের বাড়তি আত্মবিশ্বাস দিবে।
অন্যদিকে এখন পর্যন্ত আসরের চার ম্যাচের চারটিতেই হেরেছে খুলনা। ঢাকার মাঠে বাজে পারফর্মেন্সের পর সিলেটে নিজেদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যেই মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী।
রাজশাহীর বিপক্ষে অবশ্য জয় ছাড়া বিকল্প নেই খুলনার সামনে। হেরে গেলে শেষ চারের পথটা আরও কঠিন হয়ে যাবে তাঁদের জন্য। আর একটি জয় বদতে দিতে পারে পুরো দলের চিত্র।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশেও পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রিয়াদ। উইকেট রক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের পরিবর্তে একাদশে ফিরতে পারেন জহুরুল ইসলাম অমি। এছাড়া দলের বোলিং লাইন আপেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর একাদশে কোন পরিবর্তন আনতে চাইবেন না কিংস দলপতি মেহেদি হাসান মিরাজ। তাই উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে চাইবেন তিনি। যদিও আন্তর্জাতিক সূচির কারণে মোহাম্মদ হাফিজ দেশে ফিরে গিয়েছেন, তাঁর পরিবর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলংকার লেগ স্পিনার সেকুগে প্রসন্ন।
এবারের আসরে এই নিয়ে দ্বিতীয় বারের মত মুখোমুখি হচ্ছে দু'দল। শেষ দেখায় খুলনার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজের দল। বিপিএলের অষ্টম ম্যাচে প্রথমে ব্যাট করে খুলনা করেছিল ৯ উইকেটে ১১৭ রান, সেই লক্ষ্যে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
নজরে থাকবেন যারাঃ
মাহমুদুল্লাহ রিয়াদঃ এবারের আসরে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেন নি রিয়াদ। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের জন্য নিজের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।
মুস্তাফিজুর রহমানঃ রংপুরের বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৭ রান দেয়া এই পেসার শেষ ওভারে দিয়েছিলেন মাত্র ৩ রান। তাই খুলনার বিপক্ষে তিনিই রাজশাহীর মূল হাতিয়ার।
রাজশাহী কিংস স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি এবং শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি এভান্স, কায়েস আহমেদ , ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি ও মোহাম্মদ হাফিজ।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।