অনিশ্চয়তায় লুইসের বিপিএল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রবিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ওপেনার এভিন লুইস। উইন্ডিজ এই তারকার ইনজুরিটি হ্যামস্ট্রিংয়ের, বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা কর্তৃপক্ষ। আপাতত বিপিএল খেলা অনিশ্চিত লুইসের।


৩৪ বলে ৩৮ রান নিয়ে দারুণ খেলছিলেন লুইস। ইনিংসের ১২তম ওভারে হঠাৎ পায়ের পেশীতে ব্যথা অনুভব করেন তিনি। সাথে সাথে মাঠে ফিজিও নেমে আসেন এবং কিছুক্ষণ চিকিৎসা করানোর পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।


এরপর আর ব্যাট হাতে কিংবা ফিল্ডিং করার সময়ও মাঠে দেখা যায়নি লুইসকে। আজ (সোমবার) সকালে তাঁর এমআরআই স্ক্যান করানো এবং স্ক্যানের রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেয়া হবে।


promotional_ad

'এভিন লুইস হ্যামস্ট্রিং পেশীতে ব্যথা পেয়েছেন। সকালে আমরা এমআরআই স্ক্যান করাব এবং সন্ধ্যার মধ্যে রিপোর্ট চলে আসবে। রিপোর্টে কেমন ফলাফল আসে সে অনুযায়ী চিকিৎসা করা হবে।'


তবে বিপিএলের সিলেট পর্বের খেলায় কুমিল্লার সাথে সেখানে যাবেন লুইস। খেলবেন কিনা এখন নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাঁর চিকিৎসা সেখানেই করানোর চিন্তা ভাবনা করছে কুমিল্লা কর্তৃপক্ষ।


'এভিন সিলেটের উদ্দেশ্যে আমাদের সাথে সকাল ১১ঃ৩০টায় রওনা দিবে। তাঁর চিকিৎসা সেখানেই করানো হবে,' জানিয়েছে কুমিল্লা কর্তৃপক্ষ।


কুমিল্লার হয়ে এবারের বিপিএল তেমন একটা ভালো যাচ্ছে না লুইসের। চার ম্যাচে এখন অবধি একটিও অর্ধশতকের ইনিংস খেলা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। ৫, ৮, ২৮, ৩৮* যথাক্রমে তাঁর চার ম্যাচের রান সংখ্যা।


ঢাকা ডায়নামাইটসের হয়ে গত আসরে দারুণ ফর্মে ছিলেন লুইস। জাতীয় দলের হয়েও ভালো ফর্মে ছিলেন তিনি। তাই এবার কুমিল্লা তাঁকে দলে ভিড়িয়েছে। ব্যাট এখনও জ্বলে উঠতে না পারলেও যে কোন সময় বিধ্বংসী ইনিংস খেলার সামর্থ্য রাখেন উইন্ডিজ এই ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball