promotional_ad

বড় ভাই মাশরাফিকে হারিয়ে উৎফুল্ল মিরাজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিজ্ঞ অধিনায়ক এবং বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে প্রথম দেখায়ই জয় তুলে নিয়েছেন প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করা মেহেদি হাসান মিরাজ। মাশরাফির রংপুরের বিপক্ষে ম্যাচ জিততে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত রাজশাহীর অধিনায়ক মিরাজ। 


সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল নিয়ে অভিজ্ঞ ক্রিকেটারে ঠাসা দল রংপুরকে হারানো মিরাজের কাছে অনেক বড় অর্জন। শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল রাজশাহী কিংস। এ ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করায় সকলের প্রশংসাও কুড়িয়েছেন বিপিএলের সবচেয়ে তরুণ কপ্তান মিরাজ।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় ভাই মাশরাফিকে হারানোর অনুভুতি প্রকাশ করতে দিয়ে মিরাজ বলেন, ‘ভালো লাগারই কথা। বড় ভাই আমাদের মাশরাফি ভাই আমরা জানি। রংপুর চ্যাম্পিয়ন দল। ওদের হারাতে পেরে দলের সবার ভালো লাগে। অন্যরকম অনুভূতি কাজ করে।



promotional_ad

'আর ভালো দলকে হারাতে পারলে ভালোই লাগে। আমাদের দলে সবাই তরুণ। তরুণেরা ভালো করতে পারলে জেতা সহজ হয়ে যাবে। বড় ভাইদের সঙ্গে খেললাম ভালোই লাগল। খেলা শেষে দেখেন মাশরাফি ভাইরা হেরে গেছে সবাই সমর্থন দিয়েছে যে আমরা ভালো করেছি। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলে খেলা শেষে আমরা-আমরাই। সবার সঙ্গে দেখা-কথা হয়।’


মাশরাফির বিপক্ষে প্রথম অধিনায়কত্ব ভয়ের বদলে আত্মবিশ্বাস যুগিয়েছে মিরাজকে। গতবারের চ্যাম্পিয়নদের মনে প্রাণে হারাতে চেয়েছে রাজশাহী এবং সেই স্পৃহাই তাঁদের ভেতরের বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মিরাজের ভাষায়,


‘কখনো ভয় লাগিনি। দিনশেষে এটা একটা খেলা। যারা ভালো খেলবে তারা জিতবে। অবশ্যই রংপুর ভালো দল। অনেক অভিজ্ঞ মাশরাফি ভাই। অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল ও অন্যান্য টুর্নামেন্ট। যারা আমরা জুনিয়র আছি বিশ্বাস ছিল যে ঘুরে দাঁড়াতে করতে পারব। জিততে পারবে। এই আত্মবিশ্বাস দিয়েই আমরা জিতেছি। রান কিন্তু বেশি হয়নি আমাদের। ১৩৬ লক্ষ্য। আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব, ঘুরে দাঁড়াতে পারব। এ কারণেই জিতেছি।’


বুদ্ধিমত্তার সাথে দায়িত্ব পালনে সবার প্রশংসা কুড়ানো মিরাজ বুঝতে পারছেন তাঁর উন্নতি হচ্ছে। প্রথম দিকে মানিয়ে নিতে সমস্যা হলেও সময়ের সাথে সাথে নেতৃত্ব দেয়ায় নিজেকে আরও পরিপক্ক করে গড়ে তুলছেন তিনি।



'প্রতিনিয়ত উন্নতি করছি। অনেক দিন পর, প্রায় তিন বছর অধিনায়কত্ব করছি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময়। কিন্তু হয়তো তিন বছর গ্যাপের কারণে শুরুতে একটু সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমার মাথা খুলছে। সিদ্ধান্ত আরও ভালো হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করছি। আমি আরও যত ম্যাচ খেলব আমার মাথা আরও খুলতে থাকবে। এটাই,' ম্যাচ শেষে বলেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball