promotional_ad

হাফিজের কথা শোনার দরকার নেই, মুস্তাফিজকে মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট || 


শেষ ওভারে ১০ রান দরকার, বোলিং প্রান্তে বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভারের বোলার মুস্তাফিজুর রহমান। কিন্তু তাঁকে ঘিরে রেখে উপদেশ দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার ও মোহাম্মদ হাফিজ। 


তিন তরুণ ক্রিকেটাকে পেয়ে একটু বেশিই উপদেশ দিয়ে দিচ্ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। পরে জানা গেল হাফিজ মুস্তাফিজকে যা বলছিলেন, তা ভুলে নিজের কাজে মন দিতে বলছিলেন মিরাজ ও সৌম্য।



promotional_ad

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, 'মুস্তাফিজকে আমি একটা কথাই বলেছি যে, আমার কথা শোনার দরকার নেই, সৌম্য সরকার ভাই এর কথা শোনার দরকার নেই, হাফিজ ভাই এর কথাও শোনার দরকার নেই। মুস্তাফিজ যে পরিকল্পনায় থাকে, ও নিজের পরিকল্পনায় কিন্তু ভালো বল করে। 


'আমার কথা, সরকার ভাই বা হাফিজ ভাই এর কথা শুনলে সে নিজেরটা করতে পারবে না। আমি তাঁকে একটা কথাই বলেছি, 'তুই তোর ফিল্ডিং সেট কর, তোর মত বল কর, তাহলে তোকে মারতে পারবে না।' সৌম্য ভাইও কথা বলেছে। কিন্তু হাফিজ ভাই ওকে বিভিন্ন রকম কথা বলছিল। আমি আর সরকার ভাই তাঁকে বলেছিলাম, 'তুই তোর মতই থাক, সমস্যা নেই।'' 


সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের বন্ধুত্ব ও বোঝাপড়া দারুণ। বয়স ভিত্তিক ক্রিকেটে মুস্তাফিজের সাথে খেলেছেন মেহেদি হাসান মিরাজও। ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে ভালোই জানা এই দুই ক্রিকেটারের। আন্তর্জাতিক ও আইপিএলের মত বড় মঞ্চে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পরাস্ত করা মুস্তাফিজকে আলাদা করে কিছু না বলে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেয়ায় বিশ্বাসী মেহেদি হাসান মিরাজ। 



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'ও যদি নিজের মতন থাকে তাহলে ও কিন্তু ভালো করে। ও যদি বেশি কথা শুনে তাহলে ভালো করতে পারবে না। এটাই হয়েছে। আমরা জানি যে মুস্তাফিজ কি ধরনের বোলার, কি ধরনের মানুষ।'


অধিনায়কের আস্থার প্রতিদান পারফর্মেন্স দিয়ে দিয়েছেন মুস্তাফিজ। শেষ ওভারে মাত্র ১০ রান ডিফেন্ড করে রাজশাহীকে পাঁচ রানের জয় এনে দিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball