মাশরাফির ওপেনিংয়ে নামা পূর্ব পরিকল্পিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট ||
একাদশে কোন ওপেনার না থাকার কারণে গেইলের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও তাঁর ওপেন করার সিদ্ধান্তটি ছিল পূর্ব পরিকল্পিত।
ক্যারিয়ারে প্রথম বারের মত ওপেন করে অবশ্য ০ রানে আউট হয়ে তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছেড়েছেন মাশরাফি। অধিনায়ক জানিয়েছেন, রাজশাহী তাদের ৬০ রানের লক্ষ্য দিলেও তিনিই ওপেন করতেন।

একাদশে ওপেনার মেহেদি মারুফকে বসিয়ে স্পিনার নাহিদুলকে জায়গা দিয়েছিল রংপুর। প্রতিপক্ষ দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায় অফ স্পিনার হিসেবে নাহিদুলকে রেখেছিলেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ওপেন করার ব্যাপারে মাশরাফি জানান,
'আমি আসলে আজকে কোনও ওপেনার নেইনি। ফরহাদ রেজা বা আমারই ওপেন করার কথা ছিলো। যেহেতু ওদের বাঁহাতি ব্যাটসম্যান অনেক ছিলো তাই নাহিদকে আমরা নিয়েছি করেছি অফ স্পিনার হিসেবে।
'সুতরাং একজনকে করতে হতো, তাই আমি করেছি। 'আমরা তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। যদি ৬০ রানও ওরা করতো আমিই ওপেন করতাম। কারণ এটি আগে থেকেই পরিকল্পিত ছিলো।'