সিলেটে ওয়ার্নার বাহিনী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলমান আসরের সিলেট পর্ব শুরু হবে আগামী ১৫ই জানুয়ারি থেকে। এদিন দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স দলটি।
এরই মধ্যে সিলেট পর্বে অংশ নিতে আজ সিলেটে পৌঁছে গিয়েছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিক্সার্স। আজকের দিনটি বিশ্রাম নিয়ে আগামীকাল থেকে অনুশীলনে নামতে পারে তারা।

এদিকে ওয়ার্নাররা পৌঁছে গেলেও তাদের প্রতিপক্ষ কুমিল্লা আজ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা পর্বের শেষ ম্যাচ খেলে আগামীকাল যাত্রা করবে সিলেটের উদ্দেশ্যে।
এখন পর্যন্ত ৩টি ম্যাচের ২টিতেই পরাজয় হয়েছে সিক্সার্সরা। সর্বশেষ ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৩২ রানে হেরেছে তারা। সুতরাং সিলেটের মাঠে ভাগ্য বদলানোর আশাতেই খেলতে নামবে ওয়ার্নার বাহিনী।
বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চমে থাকা সিলেটের রান রেট -০.৫২২। অপরদিকে তাদের থেকে এক ধাপ এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ ম্যাচের ২টি জয় সহ চতুর্থতে থাকা দলটির রান রেট -০.৫৯৪।
উল্লেখ্য সিলেট পর্বে মোট ৮টি বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী ২৫শে জানুয়ারি থেকে।