রাজশাহীকে ম্যাচে ফেরালেন হাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১৩৫/৮ (২০ ওভার)
(জাকির ৪২*, হাফিজ ২৬*) (রেজা ২/১৭)
রংপুরঃ ৯২/৫ (১৪.৩ ওভার)
(রুশো ২৩)
চলতি বিপিএলে রবিবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের পুঁজি পেয়েছে রাজশাহী কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। ১৩৬ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে রংপুর।

হাফিজের স্পেলঃ
গেইল ফিরে যাওয়ার পর দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন মিথুন এবং রুশো। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ৪০ রান যোগ করলেও মোহাম্মদ হাফিজের বলে এগিয়ে এসে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন মিথুন।
৩১ বলে ৩০ রান আসে তাঁর ব্যাট থেকে। খানিক পর বোলিংয়ে এসে রোপারাকেও বোল্ড করেন তিনি। ৪ উইকেট হারানো রংপুরকে আরও বড় বিপদে ফেলেন হাওয়েল। ইনিংসের ১৫তম ওভারে ক্যাচ তুলে দিয়ে বেচে গেলেও রান আউটের ফাঁদে পড়েন তিনি।
ঝড় তুলে ফিরলেন গেইলঃ
কামরুল ইসলাম রাব্বির দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে এক ছক্কা এবং দুই চার হাঁকিয়ে বড় স্কোরের ইঙ্গিত দিয়েছিলেন গেইল। চতুর্থ বলে কোন রান না নিলেও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ওভারে ২০ রান তুলে নিয়েছিলেন গেইল। কিন্তু ওভারের শেষ বলে রাব্বির ছোড়া স্লো বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৪ বলে ২৩ রান করে বিদায় নেন এই ক্যারিবিয়ান।
ওপেনিংয়ে মাশরাফিঃ
বিপিএল ইতিহাসে প্রথম বারের মত ওপেনিং করতে নেমেছিলেন কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। কিন্তু কোন রান করার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। কামরুল ইসলাম রাব্বির বলে ০ রানে সাজঘরে ফেরেন মাশরাফি।
রাজশাহী কিংস একাদশঃ
মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভান্স, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।
রংপুর রাইডার্স একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), সোহাগ গাজি, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, ক্রিস গেইল, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, রাইলি রুশো।