promotional_ad

বিশ্বকাপে চারে খেলুক ধোনিঃ রোহিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত কয়েক বছর ধরে ব্যাট হাতে রান খরায় ভুগলেও বিশ্বকাপ বছরের প্রথম ম্যাচেই ব্যাট হাতে রান পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বিপর্যয়ে খেলেছেন অসাধারণ এক ইনিংস। ধোনির ধীরগতির এই ইনিংস নিয়ে প্রশ্নও উঠলেও ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা বলছেন অন্য কথা। অভিজ্ঞ ধোনিকে আসন্ন বিশ্বকাপে চারে খেলাতে চাইছেন তিনি। 


চার রানে তিন উইকেট হারিয়ে খাঁদে পড়া ভারতকে ভালো অবস্থানে এনে দিয়েছিলেন ধোনি। পাঁচে নেমে রোহিতের সাথে গড়েছেন ১৩৭ রানের ইনিংস। ৫২ রানে আউট হলেও ভারতের জন্য শক্ত ভিত গড়ে দিয়েছেন তিনি। রোহিতের বিশ্বাস আরেকটু উপরে খেললে নিজেকে গুছিয়ে নিয়ে আরও ভালো ইনিংস খেলতে পারবেন উইকেটরক্ষক ধোনি। কিন্তু উইন্ডিজদের বিপক্ষে সিরিজে অধিনায়ক বিরাট কোহলি নিজেই বলেছিলেন, চার নম্বরে আম্বাতি রাইয়ুডুই তাদের প্রথম পছন্দ। রোহিতের মতে, বিশ্বকাপের মতো মঞ্চে ওই পজিশনে ধোনিকে ভারতের প্রয়োজন।



promotional_ad

'আমি ব্যক্তিগতভাবে চাই আগামী বিশ্বকাপে ধোনি চার নম্বরে ব্যাটিং করুক। এটা দলের জন্যই ভালো হবে। রাইয়ুডু একই পজিশনে ভালো খেলছে, অধিনায়ক নিজেই এই পজিশনে তাঁকে নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ধোনির মতো ব্যাটসম্যান যত উপরে খেলবে ততো ভালো। তিনি তাহলে নিজেকে থিতু করার আরও বেশি সময় পাবেন। আশা করি অধিনায়ক ও কোচ ব্যাপারটা ভেবে দেখবেন,' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন রোহিত।


গত বছর ব্যাট হাতে একেবারেই বাজে সময় কাটিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। একটি অর্ধশতকের ইনিংসও আসেনি তাঁর ব্যাট থেকে। শেষবার ফিফটির দেখা পেয়েছিলেন ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে। তিন অংকের ঘরে গিয়েছিলেন ২০১৭ সালের জানুয়ারিতে। ২০১৮ সালে ধোনির গড় ছিল মাত্র ২৫। স্ট্রাইক রেট ছিল আরও অবাক করার মতো(৭১.৪২)।


বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি পেলেও ধোনির সেই পুরনো মারমুখী রূপটা দেখা যায়নি। ৫২ রানের ইনিংসে খেলছেন ৯১টি বল, যা তাঁর স্ট্রাইক রেট নিয়ে ম্যাচ শেষে সৃষ্টি করেছিল নানা প্রশ্ন। তবে রোহিত মনে করছেন, সময় উপযোগী ব্যাটিং করেছিলেন ধোনি।



'যখন তিনি ক্রিজে নামেন, তখন আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছি। অস্ট্রেলিয়ানরা ভালো বোলিংও করছিল। তাই আমি ও তিনি কিছুক্ষণ সময় নিয়েছি। আমরা চেয়েছিলাম প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে হাত খুলে ব্যাট করব। দল যখন যে পজিশনে চায় ও যেভাবে চায়, ধোনি সেভাবেই ব্যাটিং করেন। এটা আমাদের জন্য দারুণ একটা ব্যাপার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball