টসে জিতলো রংপুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে আজকের ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী কিংস। এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি।
এখন পর্যন্ত এবারের আসরে ৪টি ম্যাচ খেলেছে মাশরাফির দল। যেখানে ২টি জয় এবং ০.৭৩৬ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে তারা।

অপরদিকে তিনটি ম্যাচে মাত্র ১টিতে জয়ের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী। রান রেটের দিক থেকেও বেশ নাজুক অবস্থানে রয়েছে কিংসরা। -১.৫১৭ রান রেট নিয়ে ষষ্ঠ অবস্থানে থাকা দলটি আজ কঠিন পরীক্ষা দিতে নামছে।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।
রাজশাহী কিংস স্কোয়াডঃ-
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ, সেকুগে প্রশন্ন।