কোহলির আউট ভুলবেন না রিচার্ডসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বল হাতে চার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান তরুণ পেসার ঝেই রিচার্ডসন। যার মাঝে একটি ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলির, যে উইকেটি তাঁর অনেক দিন মনে থাকবে।
২২ বছর বয়সী রিচার্ডসনের বোলিংয়েই ভারতের বিপক্ষে ৩৪ রানের জয় পায় স্বাগতিকরা এবং তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায়। ২৮৮ রানের লক্ষ্য তাড়ায় চার রানেই তিন হারিয়েছিল ভারত, যেখানে দুটি উইকেটই ছিল রিচার্ডসনের।

কোহলির বিপক্ষে বলটি করা পর লাইন নিয়ে প্রথম হতাশ হয়েছিলেন এই তরুণ। বলটি স্কোয়ার লেগে ফ্লিক করেছিলেন কোহলি। ব্যাটে বলে ঠিকি হয়েছিল, কিন্তু বলটি হাতে গিয়ে পড়ে একটু সামনে এসে দাঁড়ানো স্কোয়ার লেগ ফিল্ডার মার্কাস স্টোইনিসের হাতে। ক্যাচটি লুফে নিয়ে উল্লাসে মাতেন স্টোইনিস, সাথে পুরো অজি ক্যাম্প।
ভারতীয় অধিনায়কের উইকেট নিয়ে রিচার্ডসন ম্যাচ শেষে বলেন, 'বলটা হাত থেকে বেরনো মাত্র আমি একটু হতাশ হয়েছিলাম। বলটা একটু বেশি সোজা ছিল। কিন্তু স্কোয়ার লেগ একটু এগিয়ে দাঁড়িয়ে ছিল। বলটা সোজা ফিল্ডারের হাতে চলে যায়। এই উইকেটটা আমি অনেক দিন ভুলব না।’
দ্রুত তিন উইকেট পড়ে গেলেও ভারতকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল ওপেনার রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চতুর্থ উইকেট জুটিতে ১৩৭ রান সংগ্রহ করেন তাঁরা। তাঁদের এই জুটি ভাঙ্গেন অজি পেসার জেসন বেহরেনডর্ফ, লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫২ রান করে ফেরেন ধোনি।
সে সময় ধোনির উইকেটটি তাঁদের জয়ের জন্য অনেক বড় অবদান রেখেছিল। ১০ ওভার বল করে ২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া রিচার্ডসনের মন্তব্য, 'ওই সময় আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ভারত জিতেও যেতে পারত। আমাদের ভাগ্য ভাল, ধোনির উইকেটটা ওই সময় পেয়ে যাই।'