promotional_ad

কোহলির আউট ভুলবেন না রিচার্ডসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বল হাতে চার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান তরুণ পেসার ঝেই রিচার্ডসন। যার মাঝে একটি ছিল বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলির, যে উইকেটি তাঁর অনেক দিন মনে থাকবে।


২২ বছর বয়সী রিচার্ডসনের বোলিংয়েই ভারতের বিপক্ষে ৩৪ রানের জয় পায় স্বাগতিকরা এবং তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায়। ২৮৮ রানের লক্ষ্য তাড়ায় চার রানেই তিন হারিয়েছিল ভারত, যেখানে দুটি উইকেটই ছিল রিচার্ডসনের।



promotional_ad

কোহলির বিপক্ষে বলটি করা পর লাইন নিয়ে প্রথম হতাশ হয়েছিলেন এই তরুণ। বলটি স্কোয়ার লেগে ফ্লিক করেছিলেন কোহলি। ব্যাটে বলে ঠিকি হয়েছিল, কিন্তু বলটি হাতে গিয়ে পড়ে একটু সামনে এসে দাঁড়ানো স্কোয়ার লেগ ফিল্ডার মার্কাস স্টোইনিসের হাতে। ক্যাচটি লুফে নিয়ে উল্লাসে মাতেন স্টোইনিস, সাথে পুরো অজি ক্যাম্প।


ভারতীয় অধিনায়কের উইকেট নিয়ে রিচার্ডসন ম্যাচ শেষে বলেন, 'বলটা হাত থেকে বেরনো মাত্র আমি একটু হতাশ হয়েছিলাম। বলটা একটু বেশি সোজা ছিল। কিন্তু স্কোয়ার লেগ একটু এগিয়ে দাঁড়িয়ে ছিল। বলটা সোজা ফিল্ডারের হাতে চলে যায়। এই উইকেটটা আমি অনেক দিন ভুলব না।’


দ্রুত তিন উইকেট পড়ে গেলেও ভারতকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল ওপেনার রোহিত শর্মা এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চতুর্থ উইকেট জুটিতে ১৩৭ রান সংগ্রহ করেন তাঁরা। তাঁদের এই জুটি ভাঙ্গেন অজি পেসার জেসন বেহরেনডর্ফ, লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫২ রান করে ফেরেন ধোনি।



সে সময় ধোনির উইকেটটি তাঁদের জয়ের জন্য অনেক বড় অবদান রেখেছিল। ১০ ওভার বল করে ২৬ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া রিচার্ডসনের মন্তব্য, 'ওই সময় আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ভারত জিতেও যেতে পারত। আমাদের ভাগ্য ভাল, ধোনির উইকেটটা ওই সময় পেয়ে যাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball