ভারতীয় দলে রাহুল-পান্ডিয়ার বদলি শুভমান-বিজয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সীমিত ওভারের স্কোয়াডে ডাক পেয়েছেন দুই ভারতীয় তরুণ শুভমান গিল ও বিজয় শঙ্কর। স্কোয়াডে থাকা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের বদলি হিসেবে তাঁদেরকে রাখা হয়েছে স্কোয়াডে।
দুইজনের একজনও ছিলেন না অস্ট্রেলিয়া সফর কিংবা নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে। কিন্তু টিভি শোতে বিতর্কিত মন্তব্য করে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের সাথে যোগ দিবেন অলরাউন্ডার বিজয়। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে রাখা হয়নি শুভমান গিলকে। তিনি দলের সাথে যোগ দিবেন ২৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজে।
এর আগে নিদাহাস ট্রফিতে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল বোলিং অলরাউন্ডার বিজয়ের, খেলেছিলেন পাঁচটি ম্যাচ, নিয়েছেন তিনটি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই হতে পারে তাঁর ওয়ানডে অভিষেক।
এদিকে কখনোই ভারতের জার্সি গায়ে মাঠে নামা হয়নি গিলের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন গিল।
এই দুই সিরিজে যদি নিজেদের প্রমাণ করতে পারেন বিজয় ও গিল, বিশ্বকাপে খেলার সুযোগও পেয়ে যেতে পারেন তাঁরা।