promotional_ad

ভিন্ন পরিকল্পনায় আরিফুলকে বোলিং দিয়েছিলেন রিয়াদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

এর আগেও বিপিএলে শেষ ওভারে বোলিংয়ে এসে ২-৩ বার দলকে ম্যাচ জিতিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু চট্টগ্রামের বিপক্ষে নিজে বোলিংয়ে না এসে ভিন্ন পরিকল্পনায় পেসার আরিফুল হকের হাতে বল তুলে দেন তিনি। পরবর্তীতে তাঁকে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রবি ফ্রাইলিঙ্ক। অধিনায়ক রিয়াদ জানালেন শেষ ওভারে ১৯ রান আটকানোর কাজটা একজন অফ স্পিনারের জন্য কঠিন হতো এই চিন্তা ভাবনা থেকেই আরিফুলকে বোলিংয়ে এনেছিলেন তিনি।


অধিনায়কের এই ভিন্ন পরিকল্পনা অবশ্য কাজে আসেনি। শেষ ওভারে ১৮ রান নিয়ে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যান এই প্রোটিয়া ব্যাটসম্যান।  শেষ ওভারে ৩ ছক্কা খাওয়া আরিফুল হক ওয়াইড ইয়র্কার দিতে পারেন বলেই তাঁকে বোলিংয়ে এনেছিলেন রিয়াদ। 


এছাড়া ফ্রাইলিঙ্ককে আটকাতেই এমন পরিকল্পনা সাজিয়েছিলেন এই অধিনায়ক। শেষ ওভারের নাটকীয়তার পর সুপার ওভারে আসরের প্রথম জয় হাতছাড়া করেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সংবাদ সম্মেলনে রিয়াদ জানান, 


promotional_ad

'ওই সময় অফ স্পিন করা কঠিন হতে পারত। আমার মনে হয়েছে আরিফুল ভালো অপশন। সে ওয়াইড ইয়র্কার করতে পারে।  যত বাইরে বল করার যায়, এটাই ফ্রাইলিঙ্কের জন্য আমাদের প্ল্যান ছিল। কিন্তু সেটা হয় নি।


এদিকে টানা চার ম্যাচের চারটি হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে খুলনা। ম্যাচ হারের জন্য অবশ্য দোষটা নিজেদের উপরেই নিচ্ছেন রিয়াদ। রিয়াদের ভাষায়,


'আসলে দুইটা সময়েই আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। টানা তিনটা ম্যাচ হারার পর আমাদের আজ সুযোগ ছিল ম্যাচ জেতার। কিন্তু আমরা দুইবারই হাতছাড়া করলাম। সুপার ওভারে ১১ রান, বড় কোনো টার্গেট না। কিন্তু করতে পারি নি, আমাদের ভুল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball