promotional_ad

কেউই সুপার ওভার চায় নাঃ রিয়াদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচে এসে সুপার ওভারে ১ রানের হার, যে কোন অধিনায়কের জন্য সময়টা ভালো যাওয়ার কথা না। স্বভাবতই মাহমুদুল্লাহ রিয়াদকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিমর্ষ দেখা গেল। মুখ ফুটে বের হয়ে আসলো, সুপার  ওভারে এমন হার কোনো অধিনায়কই চাইবে না। 


জয়ের জন্য আরিফুলের করা শেষ ওভারে ভাইকিংসদের দরকার ছিল ১৯ রান। নাঈম হাসান ও ফ্রাইলিঙ্ক মিলে তিন ছক্কায় ১৮ রান তুলে নেন। ভাইকিংসের জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ১ রানের, কিন্তু আরিফুলের স্লোয়ার ব্যাটে লাগাতে ব্যর্থ হন ফ্রাইলিঙ্ক। স্কোর লেভেল হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। বিপিএলের প্রথম ওভারে খুলনাকে ১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভাইকিংসরা, আধুনিক ক্রিকেটের যুগে যা খুব কঠিন স্কোর না। কিন্তু শেষ পর্যন্ত ১০ রানে টাইটান্সদের থামিয়ে দেন সেই ফ্রাইলিঙ্ক। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৩ রানের সুপার ওভারে ১২ রানের স্বল্প পুঁজি নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি। 



promotional_ad

পর পর দুইবার ম্যাচ জেতার সুযোগ পেয়েও হাতছাড়া করা খুলনা টাইটান্স বিপিএল পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে। বিশেষ করে সুপার ওভারে এসে হার মেনে নিতে পারছেন না রিয়াদ।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'জিততে পারলে ভালো লাগত। প্রথমবারের মতন সুপার ওভার, কেউই তো আসলে সুপার ওভার চায় না। আমার মনে হয় না কোন অধিনায়কই সুপার ওভার খেলতে চাইবে। কারণ আমাদের এক ওভারে ১৯ রান ডিফেন্ড করা উচিত ছিল। সুপার ওভারেও পারি নি।' 


হতাশ অধিনায়ক রিয়াদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। খুলনাকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্রুত দলকে জয়ের ধারায় ফেরাতে হবে। রিয়াদের ভাষায়,



'এখন বাকি আট ম্যাচের মধ্যে বাকি আট,ম্যাচ তো জিততেই হবে। তারপরও এটা ক্রিকেট। এখন দলের কাছে বার্তা একটাই থাকবে, ম্যাচ বাই ম্যাচ খেলা। আজকের ম্যাচে দলকে বলছিলাম, একটা জয় হয়তো আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমার মনে হয় এর চেয়েও ভালো দল। আমরা ব্যাটিং বোলিং, কোনটাই পারফর্ম করতে পারছি না। হতাশাজনক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball