promotional_ad

ইয়াসিরের সামনে উজ্জ্বল ভবিষ্যৎঃ মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের ১১তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে সুপার ওভারে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস।


রুদ্ধশ্বাস এই ম্যাচটি জয়ে অন্যতম ভূমিকা পালন করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী। খুলনার ছুঁড়ে দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 



promotional_ad

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভাইকিংস দলপতি মুশফিক ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন ইয়াসিরকে। তাঁর বিশ্বাস ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।


আগামী ম্যাচগুলোতে তিনি আরও ভালো করতে পারবেন আশা প্রকাশ করে কাপ্তান বলেছেন, 'ইয়াসিরের সামনে অনেক উজ্জ্বল ক্যারিয়ার অপেক্ষা করছে। আশা করি সামনের ম্যাচগুলোতে সে বড় স্কোর করতে পারবে।' 


এদিকে শুধু ইয়াসিরই নন, ১ রানের এই জয়ের পেছনে মুশফিক কৃতিত্ব দিতে ভোলেননি দলের প্রোটিয়া অলরাউন্ডার রবার্ট ফ্রাইলিঙ্ককেও।



কেননা সুপার ওভারে জয়ের জন্য খুলনার যখন ১২ রান প্রয়োজন ছিলো তখন ফ্রাইলিঙ্কের হাতে বল তুলে দিয়েছিলেন ভাইকিংস অধিনায়ক।


আর সেই ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ১০ রান দিয়ে দলকে এনে দেন রোমাঞ্চকর জয়। মুশফিক বলেছেন, 'এটি দুর্দান্ত একটি ক্রিকেট ম্যাচ ছিলো। ফ্রাইলিঙ্ককে এর কৃতিত্ব দিতেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball