সাইড আর্ম অ্যাকশন নিয়ে বিপিএলে সঞ্জিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৬ সালে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা। এরপর নিজেকে শুধরানোর মিশনে নেমেছিলেন তিনি। পরবর্তীতে কোচদের সহায়তায় নতুন সাইড আর্ম বোলিং অ্যাকশন নিয়ে ফিরেছেন।
চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে থাকা সঞ্জিত সাংবাদিকদের জানিয়েছেন, সাইড আর্ম বোলিং অ্যাকশন ভালোই উপভোগ করছেন তিনি। বিপিএলে নতুন করে নিজেকে চেনানোর অপেক্ষায় থাকা এই স্পিনার বলেছেন,

'অবশ্যই ভালো কিছু হচ্ছে। প্রিমিয়ার লীগে গত তিন বছর ধরে খেলছি। তিন বছরই ভালো বোলিং করেছি, কলাবাগানে খেলেছি। এর আগের বছরেও খেলেছি। সুতরাং ভালো কিছু হচ্ছে, এখন দেখা যাক।'
নতুন এই অ্যাকশনে এরই মধ্যে থিতু হয়ে গিয়েছেন সঞ্জিত। ঢাকা প্রিমিয়ার লীগ এবং জাতীয় লীগেও খেলেছেন তিনি এই অ্যাকশনে। বোলিং শুধরানোর জন্য নিরলস কাজ করে যাওয়া এই স্পিনারের ভাষ্যমতে,
'২০১৬ সাল থেকেই প্রিমিয়ার লীগ, জাতীয় লীগে এই সাইড আর্ম অ্যাকশনেই বোলিং করেছি। আমার তো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়েই বোলিং অ্যাকশনে একটু সমস্যা ছিলো। এরপর সালাউদ্দিন স্যার, সোহেল স্যারের কাছে কাজ করেছি। অ্যাকশন নিয়ে কাজ করেছি অনেক।'