promotional_ad

অপুর প্রতি আস্থা হারাচ্ছেন না রফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় উইকেট শূন্য ছিলেন রংপুর রাইডার্সের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এহেন নিস্প্রভ পারফর্মেন্সের পর স্বাভাবিকভাবেই তাঁর সার্ভিস নিয়ে কথা বলতে হয়েছে দলটির স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিককে। 


রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামার আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক এই টাইগার স্পিনার জানিয়েছেন এখনই আস্থা হারানোর পক্ষে নন তিনি। একটি দুটি ম্যাচ দিয়ে কোনও বোলারকে বিবেচনা করা যায় না, মতামত রফিকের। অপু প্রসঙ্গে তিনি বলেছেন,  



promotional_ad

'আসলে দিনটি কিন্তু সবার সমান যায় না। ওর (অপু) সাথে এবং পেসারদের সাথে আমি আলোচনা করি এবং ওদেরকে বোঝাই যে যারা পারফর্ম করতে পারবে তারই কিন্তু দিনটি ভালো যাবে। একটি দিন খারাপ যেতেই পারে, তবে সবসময় খারাপ যাবে না। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের বোলাররা খুব তাড়াতাড়িই ফিরে আসবে।'


টি টুয়েন্টি ক্রিকেটে অনেক কম সময় পাওয়া যায় বিধায় ভুলগুলো শুধরে ওঠা বেশ কঠিন। আর সেই কারণে টিপস দেয়ার সুযোগও বেশ কম থাকে। এক্ষেত্রে নিজের ভুলগুলো নিজেকেই শুধরাতে হবে অপুর। রফিকের ভাষ্যমতে, 


'আসলে এই পর্যায়ে কাউকে টিপস দেয়াটা বা ভুল ধরিয়ে দেয়া যাবে না। কারণ খুব কম সময়ের মধ্যে খেলাটি শেষ হয়। বাংলাদেশের নিয়মিত খেলোয়াড় সে (অপু)। তাঁকে নিয়ে কাজ করছি। সে যদি তাঁর নিজের ভুল ধরতে পারে এবং পরবর্তীতে শুধরানোর চেষ্টা করে তাহলে আমি মনে করি সমাধানটা দ্রুতই হয়ে যাবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball