ফিনিশার নিয়ে কাজ করছিঃ রফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দক্ষ ফিনিশারের অভাব বোধ করছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে গত ম্যাচে ফিনিশারের ভূমিকায় কোনও ব্যাটসম্যানই অবতীর্ণ হতে না পারায় ২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফিদের।
রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামার আগের দিন তাই ফিনিশার নিয়ে কাজ করার ব্যাপারে জানিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেছেন, 'ফিনিশিং নিয়ে আমরা কাজ করছি এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে।'

বিপিএলে ভালো ফলাফল আনতে হলে নিজেদের ভুল খুঁজে বের করার পাশাপাশি সমাধানের উপায়ও বের করতে হবে। এই ধরণের টুর্নামেন্টে ভুল করলে সেখান থেকে বের হয়ে আসা বেশ কঠিন হবে, বিশ্বাস রফিকের। তাঁর ভাষায়,
'এখানে কিন্তু সব পেশাদার ক্রিকেটাররা খেলে এবং তেমনভাবেই খেলা হয়। এখানে কেউ ছাড় দিবে না। আমরা যদি নিজের ভুলটা নিজে সমাধান করি তাহলে মনে হয় পরবর্তী ম্যাচটি আরও ভালো হবে। আসলে সত্যি কথা এখানে ভুলের জায়গা না। এখানে ভুল করলে আসলে কঠিন হবে খেলা।'
উল্লেখ্য এখন পর্যন্ত বিপিএলে ৪ ম্যাচের ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। রবিবার মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংসের মুখোমুখি হবে তারা।