জুনায়েদ খানের আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্স ১৫১/৬ (২০ ওভার)
(রিয়াদ ৩৩ মালান ৪৫), (সানজামুল ২/৩৭)
চিটাগাং ভাইকিংসঃ ২১/১ (৩ ওভার)

(ডেলপোর্ট ৬*, ইয়াসির আলি ৫*)
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আসরের প্রথম জয় পেতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ভাইকিংস দলপতি মুশফিকুর রহিমের আমন্ত্রণে এদিন প্রথমে ব্যাট করে ডেভিড মালানের সর্বোচ্চ ৪৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পেয়েছে রিয়াদ বাহিনী। ১৫২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে চিটাগাং।
জুনায়েদের প্রথমঃ
আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে খুলনাকে দারুণ সূচনা এনে দিয়েছেন পাকিস্তানী পেসার জুনায়েদ খান। চিটাগাংয়ের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছেন এই পাকিস্তানী পেসার। আফগানিস্তানের বিধ্বংসী ওপেনার মোহাম্মদ শেহজাদকে ১০ রানে সাজঘরে ফিরিয়েছেন এই পাকিস্তানী বোলার।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহীদুল ইসলাম অঙ্কন (উইকেট রক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।