আক্ষেপ নেই সঞ্জিতের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মেহেদি হাসান মিরাজের সাথে খেলেছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা। কালের পরিক্রমায় সেই মিরাজই এখন হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য একজন সদস্য।
আর সঞ্জিত এখনও পাদপ্রদীপের আলোয় উঠে আসার অপেক্ষায় আছেন। এই বিষয়টি নিয়ে যদিও খুব একটা ভাবেন না তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ২১ বছর বয়সী স্পিনার জানিয়েছেন যখন সুযোগ আসবে তখন ভালো পারফর্ম করতে চাইবেন তিনি। সাংবাদিকদের সাথে আলাপকালে সঞ্জিত বলেন,

'আসলে আক্ষেপের কিছু নেই। যে যেখানে খেলার সেখানে তো খেলবেই। যার যেখানে লেখা আছে। ভালো জায়গায় তো সবাই খেলতে চায় বা পারফর্ম সবাই করতে চায়। এটাই চিন্তাভাবনা আছে যে ক্রিকেট খেলছি। ভালো পারফর্ম করার চেষ্টা করবো এখন দেখা যাক ভবিষ্যতে কোথায় খেলি।'
বিপিএলের মঞ্চকে নিজের জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম হিসেবেই দেখছেন সঞ্জিত। রংপুরের হয়ে এখনও মাঠে নামার সুযোগ না হলেও একাদশে জায়গা পেলে নিজের সামর্থ্যের প্রমাণ রাখবেন তিনি। তাঁর ভাষ্যমতে,
'আসলে যেখানেই খেলি না কেন ভালো পারফর্ম করার চেষ্টা করছি। এখন যেহেতু বিপিএল আছে, সেটি আমার জন্য ভালো সুযোগ। যদি ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে অবশ্যই চাইবো ভালো কিছু করার। বিপিএল অবশ্যই একটি বড় টুর্নামেন্ট আমাদের বাংলাদেশের জন্য। সুতরাং চেষ্টা করবো ভালো কিছু করার। ইচ্ছা আছে ভালো করার।'