মুশফিকদের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিল খুলনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্স ১৫১/৬ (২০ ওভার)
(রিয়াদ ৩৩ মালান ৪৫), (সানজামুল ২/৩৭)
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আসরের প্রথম জয় পেতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ভাইকিংস দলপতি মুশফিকুর রহিমের আমন্ত্রণে এদিন প্রথমে ব্যাট করে ডেভিড মালানের সর্বোচ্চ ৪৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পেয়েছে রিয়াদ বাহিনী।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন খুলনার দুই ওপেনার পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকি। রবি ফ্রাইলিংয়ের প্রথম ওভারে এক চার এবং এক ছক্কার সাহায্যে ১৩ রান নেয়ার পর জুনায়েদ সিদ্দিকি এবং স্টার্লিং মিলে ইনিংসের দ্বিতীয় ওভারে সানজামুল ইসলামের ওভারে নেন ১৭ রান। ২ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করলেও তৃতীয় ওভারে বোলিংয়ে আসা তরুণ নাঈম হাসানকে উইকেট ছুঁড়ে দেন ১৮ রান করা স্টার্লিং। আবু জায়েদ রাহির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই বিধ্বংসী ওপেনার।

স্টার্লিং ফিরে যাওয়ার পর ক্রিজে নামা ডেভিড মালানকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেন নি আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকিও। প্রথম দুই ওভারে ৩০ রান স্কোরবোর্ডে যোগ করলেও ভাইকিং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেট ছুঁড়ে দেন জুনায়েদও। ২০ রান করে রবি ফ্রাইলিঙ্কয়ের বলে আউট হন তিনি। পাওয়ার প্লে'র শেষ চার ওভারে মাত্র ১৪ রান নিতে সক্ষম হয় খুলনা।
পাওয়ার প্লে'তে দুই ওপেনারকে হারালেও অভিজ্ঞ রিয়াদ এবং ডেভিড মালান মিলে হাল ধরে খেলছেন খুলনার পক্ষে। দুজনের দুটিতে ইতিমধ্যে দলীয় ১০০ পার করেছে খুলনা। নিজেদের মধ্যে ৫০ রানের জুটিও গড়েন তাঁরা।
সেই সঙ্গে নিজের ব্যক্তিগত ফিফটির পথে হাঁটছিলেন মালান। কিন্তু ব্যক্তিগত ৪৫ রানে তাঁকে থামিয়ে ভাইকিংদের বড় ব্রেকথ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহি। এরপরই ম্যাচে ফিরে মুশফিকের চিটাগাং। কার্লোস ব্রাথওয়েট খালেদ আহমেদ জীবন দিলেও ৫ বলে ১২ রান করে সানজামুলকে উইকেট ছুঁড়ে দেন তিনি।
এরপরের বলে বড় শট খেলতে গিয়ে ৩৩ রানে সাজঘরে ফেরেন রিয়াদ। ১৩২ রানে ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসা খুলনাকে আরও বিপদে ফেলেন শান্ত। ইনিংসের ১৯তম ওভারে ব্যক্তিগত ৬ রানে খালেদ আহমেদের বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বসেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
শেষ ওভারে আরিফুল হক এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ফ্রাইলিঙ্কের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৭ রানের বেশী নিতে পারেন নি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি নিয়ে থামে খুলনার ইনিংস।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহীদুল ইসলাম অঙ্কন (উইকেট রক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।