সাজঘরে ভয়ঙ্কর স্টার্লিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটান্স ৪০/১ (৫ ওভার)
(জুয়ায়েদ ২০* মালান ০*)

চলমান বিপিএলের ১১তম ম্যাচে আজ মাঠে নেমেছে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ম্যাচটিতে টসে জিতে আসরে প্রথম জয়ের খোঁজে থাকা টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মুশফিক।
নাঈমের প্রথমঃ
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন খুলনার দুই ওপেনার পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকি। রবি ফ্রাইলিংয়ের প্রথম ওভারে এক চার এবং এক ছক্কার সাহায্যে ১৩ রান নেয়ার পর জুনায়েদ সিদ্দিকি এবং স্টার্লিং মিলে ইনিংসের দ্বিতীয় ওভারে সানজামুল ইসলামের ওভারে নেন ১৭ রান। ২ ওভারে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করলেও তৃতীয় ওভারে বোলিংয়ে আসা তরুণ নাঈম হাসানকে উইকেট ছুঁড়ে দেন ১৮ রান করা স্টার্লিং। আবু জায়েদ রাহির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই বিধ্বংসী ওপেনার।
খুলনা টাইটান্স একাদশঃ
পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ডেভিড মালান, নাজমুল হোসেন শান্ত, মাহীদুল ইসলাম অঙ্কন (উইকেট রক্ষক), আরিফুল হক, কার্লোস ব্রাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ খান।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।