promotional_ad

কঠিন পরীক্ষায় মিরাজের রাজশাহী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। যেখানে ২টি জয় এবং ০.৭৩৬ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে আছে তারা। অপরদিকে তিনটি ম্যাচে মাত্র ১টিতে জয়ের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী।


রান রেটের দিক থেকেও বেশ নাজুক অবস্থানে রয়েছে তারা। -১.৫১৭ রান রেট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে দলটি। সুতরাং আগামীকাল মাশরাফিদের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় কঠিন পরীক্ষাতেই নামতে হবে মিরাজ বাহিনীকে।


এবারের বিপিএল আসরে রাজশাহীর থেকে যথেষ্ট তারকা সম্বলিত দলই এবার গঠন করেছে রংপুর। দলটিতে বিদেশী তারকা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল ছাড়াও রয়েছেন অ্যালেক্স হেলস, রাইলি রুশো, রবি বোপারা, শেলডন কট্রেলদের মতো তারকারা। আর কয়েক দিন পর দলটিতে যোগ দিবেন প্রোটিয়া হার্ডহিটার এবি ডিভিলিয়ার্সও। 


অপরদিকে রাজশাহী দলটিতে উল্লেখযোগ্য তারকাদের মধ্যে শুধু রয়েছেন মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটরা। তবে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বর্তমানে ভালো ফর্মে আছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।


টানা দুই ম্যাচে ব্যাট হাতে রান করেছেন তিনি। সবমিলিয়ে আগামীকাল ভালো ফলাফল পেতে হলে রাজশাহীর দেশীয় ক্রিকেটারদেরকেও জ্বলে উঠতে হবে তা বলাই বাহুল্য।   


পিচ এবং কন্ডিশনঃ 


গতকাল দুপুর ২টায় অনুষ্ঠিত ঢাকা ডাইনামাইটস বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি ছিলো হাই স্কোরিং। দিনে খেলা হওয়ার কারণে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট ছিলো কিছুটা ব্যাটিং সহায়ক।



promotional_ad

এদিন শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৩ রানের বিশাল পুঁজি পেয়েছিলো মাশরাফির রংপুর। জবাবে ১৮১ রানে থেমেছিলো ঢাকার ইনিংস। সুতরাং ধারণা করা যাচ্ছে আগামীকালের ম্যাচটিতেও এরূপ বড় স্কোরই দেখতে পারবেন দর্শকেরা। উইকেট থেকেও সুবিধা পাবেন ব্যাটসম্যানেরা। 


নজর থাকবে যাদের ওপরঃ


রাইলি রুশোঃ (রংপুর রাইডার্স) 


ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন রংপুর রাইডার্সের এই প্রোটিয়া ব্যাটসম্যান। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে গত ম্যাচেই ৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন তিনি। যেখানে ছিল ৪টি ছয় এবং ৮টি চার।


দল ২ রানে পরাজিত হলেও নিজের সামর্থ্যের প্রমাণ বেশ ভালোভাবেই দিতে পেরেছেন রুশো। অবশ্য শুধু সেই ম্যাচেই নয়, বিপিএলে নিজের খেলা দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেছিলেন এই দক্ষিণ আফ্রিকান।


খুলনা টাইটান্সের মুখোমুখি হয়ে ৫২ বলে ২টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। সুতরাং আগামীকালের ম্যাচটিতেও রুশোরা ব্যাটে তাকিয়ে থাকবে রংপুর। 


মেহেদি হাসান মিরাজঃ (রাজশাহী কিংস)


রাজশাহী কিংসের অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই যেন ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গত দুই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গিয়েছে তাঁকে।



খুলনা টাইটান্সের বিপক্ষে গত ৯ই জানুয়ারি খেলতে নেমে ৪৫ বলে ৫১ রান করেছিলেন। অপরদিকে বল হাতে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়েছিলেন তিনি। দলকে ৭ উইকেটের জয় এনে দেয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিলেন মিরাজ।


এর পর গতকাল কুমিল্লার বিপক্ষেও ওপেনিংয়ে নেমে ১৭ বলে ৩০ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। দল ৫ উইকেটে পরাজিত হলেও নজর কেড়েছেন মিরাজ। বল হাতে এদিনও মিতব্যয়ী ছিলেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান খরচ করেছেন। আগামীকালের ম্যাচে তাই পাদপ্রদীপের আলোতেই থাকছেন তরুণ এই টাইগার অলরাউন্ডার। 


রংপুর রাইডার্স স্কোয়াডঃ


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।


রাজশাহী কিংস স্কোয়াডঃ-


মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মমিনুল হক, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, লরি ইভান্স, রায়ান টেন ডেসকাট, কাইস আহমেদ, সেকুগে প্রশন্ন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball