টস জিতলেন মুশফিক

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান বিপিএলের ১১তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এরই মধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভাইকিংস দলপতি মুশফিক।
এখন পর্যন্ত এই টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে পারেনি মাহমুদুল্লাহর দল। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টাইটান্স এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে। সুতরাং আজ জয় পেতেই মাঠে নামবে তারা।

এদিকে দলে তেমন কোন তারকা সম্পন্ন খেলোয়াড় না থাকলেও আসরের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল মুশফিকের চিটাগাং। এর পরের ম্যাচে সিলেটের বিপক্ষে পরাজিত হলেও দারুণ লড়াই করেছিলো তারা। আজ ভাইকিংসরাও চাইবে খুলনাকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর, পল স্টার্লিং, ডেভিড ভিসে।
চিটাগাং ভাইকিংস স্কোয়াডঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, নিহাদুজ্জামান, রবিউল হক, লুক রঙ্কি, সাদমান ইসলাম, দাশুন শানাকা, সিকান্দার রাজা, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।