৩০ রানের অপেক্ষায় ভাইকিংস অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে খুলনা টাইটান্সের বিপক্ষে আজ দুপুরে মাঠে নামছে চিটাগাং ভাইকিংস। আর এই ম্যাচে ব্যাট হাতে আর মাত্র ৩০ রান করতে পারলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে টি টুয়েন্টি ক্রিকেটে ৩ হাজারি রানের মাইলফলক স্পর্শ করবেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৫৮টি টি টুয়েন্টি ম্যাচে ২৫.৬০ গড়ে ২৯৭০ রান সংগ্রহ করেছেন। যেখানে তিনি হাঁকিয়েছেন ১৬টি অর্ধশতক। তাঁর ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ১২৪.৮৪।

এর আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি টুয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূরণ করেছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
বর্তমানে ১৮০ টি টুয়েন্টি ম্যাচে ৪৮১৮ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। তাঁর ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ২৯.৩৭ ও ১১৮.৪০। এখন পর্যন্ত তামিম ২টি শতক এবং ৩১টি অর্ধশতক হাঁকিয়েছেন।
টাইগার ওপেনারের পরেই ২৮৩টি ম্যাচে ৪৪৯১ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। ২০.৮৮ গড় এবং ১২২.২৭ স্ট্রাইক রেটে এই রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ১৬টি অর্ধশতক।
অপরদিকে তালিকার তৃতীয়তে থাকা মাহমুদুল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১৮৭ টি টুয়েন্টি ম্যাচ। ২৪.৪১ গড়ে রান করেছেন তিনি। তাঁর ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ১১৭.৯৫। হাঁকিয়েছেন ১০টি অর্ধশতক।