আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে অভিষেকে হ্যাট্রিক তুলে নেয়া ঢাকা ডায়নামাইটসের স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর। ম্যাচ শেষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল তাঁদের কাছে।
প্রথম বিভাগের লিগেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল আলিসের। বিপিএলে মাঠে নামার আগে রংপুরকে জানানো হয়েছিল ২২ বছর বয়সী এই রহস্যময় স্পিনারের অ্যাকশন শুধরানো হয়েছে। কিন্তু খেলার সময় ত্রুটিপূর্ণ অ্যাকশন নিয়েই বোলিং করেছে এই স্পিনার বলে অভিযোগ করেছে রংপুর।

‘ঢাকা প্রথম বিভাগ লিগে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক ছিল। আমাদের বলা হয়েছে সে অ্যাকশন শুধরেছে। কিন্তু আজকের ম্যাচ দেখে মনে হয়েছে তার অ্যাকশন এখনো ত্রুটিপূর্ণ। তার কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে সে যখন দুসরা মারছে।’
আলিসের অসাধারণ বোলিংয়েই ঢাকার বিপক্ষে দুই রানে ম্যাচ হেরেছে রংপুর। হাই ভোল্টেজ এই ম্যাচে ২৬ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন এই স্পিনার।
যদিও বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, আলিসের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন সংশোধন করার পরেই তাঁকে খেলার অনুমতি দেয়া হয়েছে।
‘সে প্রশ্নবিদ্ধ হয়েছিল কিন্তু সেটি সংশোধন করেছে। কেউ যদি রিপোর্টেড হয়ে থাকে তবে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। সেও সংশোধনের কাজ করেছে,’ শুক্রবার সন্ধায় বলেছিলেন জালাল ইউনুস।