promotional_ad

মিরপুরে জীবনের প্রথম ম্যাচ খেললেন আলিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একে তো অভিষেক ম্যাচ, তাঁর উপর মিরপুরের মাঠে এর আগে কখনও খেলার অভিজ্ঞতা নেই। উইকেট কেমন আচরণ করবে সেটা নিয়েও ধারণা নেই, সঙ্গে অভিষেক ম্যাচ খেলতে নামায় কাজ করছে স্নায়ুচাপ। প্রথম ওভারে ভালো বোলিং করলেও ফিল্ডিংয়ের সময় এক ওভারে ক্যাচ ফেললেন দুটি। কিন্তু সব কিছু পেছনে ফেলে হ্যাট্রিক তুলে নিয়ে আলিস ইসলাম হলেন ম্যাচ সেরা।


সংবাদ সম্মেলনে এসে জানালেন, মিরপুরের মাঠে অভিষেক হওয়ার দিন দলের সাথীরা তাঁকে ক্যাচ মিসের পর সমর্থন দিয়েছিল বলেই বোলিংয়ে আত্মবিশ্বাস পেয়েছিলেন। সকলের সহযোগীতায় এই সাফল্য পাওয়ার কথা জানালেন এই ম্যাচ সেরা।


promotional_ad

'আসলে এটা আমার বিপিএলে প্রথম ম্যাচ। খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামেই এটা আমার প্রথম ম্যাচ। আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। তবে ক্যাচ দুটি ড্রপ করার পর টিমমেটরা অনেক সাপোর্ট করেছে আমাকে, কোচ সাপোর্ট করেছেন। 


'সবাই আসলে অনেক সাহস দিয়েছেন। তাতে আমার মনে হয়েছে যে, ভালো জায়গায় বলটা করতে পারি তাহলে ভালো কিছু হতে পারে। আমি শুধু ভালো জায়াগায় বল করতে চেয়েছি।'


রংপুরের ইনিংস চলাকালীন অষ্টম ওভারে শুভাগত হোমের ওভারের চতুর্থ এবং শেষ বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে মোহাম্মদ মিথুনের জোড়া ক্যাচ লুফে নিতে ব্যর্থ হয়েছিলেন ঢাকার জয়ের নায়ক আলিস আল ইসলাম।


ক্যাচ ফেললেও বল হাতে হ্যাট্রিক তুলে নিয়ে সাকিব আল হাসানের দলকে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন এই অভিষিক্ত স্পিনার। তিন ম্যাচে তিন জয়ে এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball