promotional_ad

হ্যাট্রিক করা যায় না, হয়ে যায়ঃ আলিস

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে হ্যাট্রিক করেও খুব একটা পুলকিত নন আলিস আল হাসান। বরং ক্রিকেটের অনিশ্চয়তাই হ্যাট্রিকের মূল কারণ। রংপুরের বিপক্ষে ম্যাচ জেতান বোলিং করে সবার নজরে এসেছেন তিনি।


এর মধ্যে হ্যাট্রিক করেছেন ঠিক ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে। ১৮৪ রানের বড় পুঁজি তাড়া করতে নামা রংপুর এগোচ্ছিল সঠিক পথেই। কিন্তু সেঞ্চুরির পথে এগোতে থাকা রাইলি রুশোকে আউট করার পর মিঠুন, রেজা ও মাশরাফিকে আউট করে হ্যাট্রিক করেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেছেন,



promotional_ad

'আসলে বিপিএলের প্রথম ম্যাচে হ্যাট্রিক করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আসলে হ্যাট্রিক করা যায় না। হ্যাট্রিক হয়ে যায়। দলের অবস্থা বলেন আর যাই বলেন, হ্যাট্রিক হয়ে যায়। আমি শুধু আমার ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি।'


আলিসকে সমীকরণ থেকে বাদ দিলে ম্যাচের গল্প ভিন্ন পথে মোড় নিতে পারত। মোহাম্মদ মিঠুনকে নিয়ে রাইলি রুশো শতরানের জুটি গড়ে দলের স্কোর বাড়াচ্ছিলেন। ১৬তম ওভার এসে বাঁধা হয়ে দাঁড়ান নতুন ও সম্পূর্ণ অচেনা স্পিনার আলিস। 


৮৩ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা রুশোকে আউট করে পরের ওভারে এসে রংপুর ক্যাম্পে ধস নামান তিনি। আরেক থিতু হওয়া ব্যাটসম্যান মিঠুনকে ৪৯ রানে আউট করার পর ফরহাদ রেজা ও মাশরাফিকে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball