promotional_ad

আলিসের হ্যাট্রিক, ঢাকার নাটকীয় জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। অভিষিক্ত স্পিনার আলিস ইসলামের হ্যাট্রিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ২ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় ঢাকা ডাইনামাইটস। ঢাকার ছুঁড়ে দেয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়। 


১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর ১৫তম ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের পক্ষে। ১৬তম ওভার থেকেই ঘুরে দাঁড়ায় ঢাকা। শেষ ৩০ বলে মাত্র ৪২ রান দরকার ছিল মাশরাফি বিন মুর্তজার দলের। সেখান থেকে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে হ্যাট্রিক তুলে নিয়ে দলকে ম্যাচে জয় এনে দেন অভিষিক্ত আলিস ইসলাম। তরুন এই স্পিনার একাই নেন ৪ উইকেট।


এদিন মেহেদি মারুফ এবং ক্রিস গেইল মিলে রংপুরের শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের তৃতীয় ওভারের শুভাগত হোমকে ছক্কা হাঁকিয়ে ওভারের দারুণ শুরু করেন গেইল।এরপরের বলে লেগ বিফরের ফাঁদে পড়লে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়ে অবশ্য সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন গেইল।


promotional_ad

তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাসেল এবং পোলার্ডের সম্মলিত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। পরের ওভারে বোলিংয়ে এসে মেহেদি মারুফকে ১০ রানে উইকেটের পেছনে ১০ রানে ক্যাচ দিয়ে বিদায় করেন রাসেল।


গেইল-মারুফের বিদায়ের পর দলের পক্ষে ভালোই হাল ধরেছিলেন মিথুন এবং রাইলি রুশো। দুজন মিলে হাত খুলে খেলেই দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন। সে সময় অস্টম ওভারে এসে জোড়া জীবন পান মিথুন। শুভাগত হোমের চতুর্থ এবং শেষ বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দুই বার ক্যাচ তুলে নেন তিনি। দুইবারই সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন এই ম্যাচে অভিষিক্ত ক্রিকেটার আলিস ইসলাম।  


জীবন পাওয়া মিথুন অবশ্য এরপর আর ভুল করেন নি। রুশোকে দারুণ ভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েছেন তাঁরা। সেই সঙ্গে দারুণ ব্যাট করে ২৮ বলে ফিফটি হাঁকিয়ে দলকে একশ রানের পুঁজি এনে দিয়েছেন রুশো। ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন তিনি। দুজনের ১২১ রানের জুটি ভাঙ্গেন অভিষিক্ত স্পিনার আলিসকে এগিয়ে এসে মারতে গিয়ে ৪৪ বলে ৮৩ রানে স্ট্যাম্পিং হন রুশো।


এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। বোলিংয়ে এসে বোপারাকে বিদায় করেন সাকিব। ১৮তম ওভারে মিথুনকে ব্যক্তিগত ৪৯ বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন আলিস। এরপরের বলে অধিনায়ক মাশরাফিকেও দারুণ এক ডিলেভারিতে বোল্ড করে ঢাকাকে ম্যাচে ফিরিয়ে হ্যাট্রিকয়ের সুযোগ তৈরি করেন আলিস। শেষ বলে ফরহাদ রেজা সাকিব আল হাসানকে ক্যাচ দিয়ে বসে বিপিএল ইতিহাসের তৃতীয় হ্যাট্রিক তুলে নেন আলিস। সেই সঙ্গে টি-টুয়েন্টি অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিকের কীর্তি গড়েন এই স্পিনার।


শেষ ১২ বলে জয়ের জন্য ২৩ রানের দরকার ছিল রংপুরের। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর শেষ পর্যন্ত জয় থেকে মাত্র মাত্র ২ রান দূরে থেকে মাঠ ছাড়তে হয়ে রংপুরকে। তিন ম্যাচের তিনটিতে জিতে টেবিলের শীর্ষে উঠে আসে ঢাকা।   


এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কাইরন পোলার্ডের ঝড়ো ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পেয়েছে ঢাকা। ২১


বলে ফিফটি হাঁকিয়ে এবারের বিপিএলের দ্রুততম অর্ধশতক তুলে নেন তিনি। পোলার্ডের পাশাপাশি সাকিব ৩৬ এবং রাসেল ঝড়ো ২৩ রানের ইনিংস খেলেন দলের পক্ষে। রংপুরের পক্ষে শফিউল ইসলাম একাই নেন ৩টি উইকেট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball