বিপিএলের তৃতীয় হ্যাট্রিক আলিসের

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের ষষ্ঠ আসরে অভিষেক ম্যাচেই বল হাতে হ্যাট্রিক উইকেট তুলে নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের ডানহাতি স্পিনার আলিস ইসলাম। রংপুর রাইডার্সের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে বিপিএলের তৃতীয় হ্যাট্রিক তুলে নিয়েছেন আলিস।
ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে একে একে মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা এবং ফরহাদ রেজাকে ফিরিয়েছেন তিনি। উইকেটে থিতু হয়ে যাওয়া ৩৫ বলে ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে ফিরিয়েছেন তিনি।

পরের বলেই রংপুরের অধিনায়ক মাশরাফিকে বোল্ড করে শূন্য রানে ফেরান আলিস। ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান ফরহাদ রেজাকে দারুণ এই বলে স্লিপে থাকা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের হাত ক্যাচ বানান এই স্পিনার।
হাই ভোল্টেজ এই ম্যাচে আলিসের বোলিংয়ে শক্তিশালী রংপুরের বিপক্ষে দুই রানের জয় তুলে নিয়েছে ঢাকা। ২৬ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এই ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে বিপিএলের প্রথম আসরেই বল হাতে হ্যাট্রিক করেছিলেন পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সামি। দুরন্ত রাজশাহীর হয়ে খেলা এই বোলার ঢাকা গ্লেডিয়েটর্সের বিপক্ষে এই হ্যাট্রিক করেন।
এরপর বিপিএলের তৃতীয় আসরে বাংলাদেশি পেসার আল-আমিন হোসেন হ্যাট্রিক করেছিলেন। সিলেট সুপার স্টার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে খেলে এই হ্যাট্রিক করেছিলেন পেসার আল-আমিন হোসেন।