রংপুরকে স্বপ্ন দেখাচ্ছেন রুশো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডাইনামাইটসঃ ১৮৩/৯ (২০ ওভার)
(সাকিব ৩৬, পোলার্ড ৬২), (শফিউল ইসলাম ৩/৩৫)
রংপুর রাইডার্সঃ ১৪২/২ (১৫ ওভার)
(মিথুন ৪১*, রুশো ৭৯*)
মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। টসে হেরে প্রথমে ব্যাট করে কাইরন পোলার্ডের ঝড়ো ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় ঢাকা। ১৮৪ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে রংপুর।

ঢাকার একশঃ
জীবন পাওয়া মিথুন অবশ্য এরপর আর ভুল করেন নি। রুশোকে দারুণ ভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েছেন তাঁরা। সেই সঙ্গে দারুণ ব্যাট করে ২৮ বলে ফিফটি হাঁকিয়ে দলকে একশ রানের পুঁজি এনে দিয়েছেন রুশো। ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন তিনি।
জোড়া ক্যাচ মিসঃ
গেইল-মারুফের বিদায়ের পর দলের পক্ষে ভালোই হাল ধরেছিলেন মিথুন এবং রাইলি রুশো। দুজন মিলে হাত খুলে খেলেই দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাচ্ছিলেন। সে সময় অস্টম ওভারে এসে জোড়া জীবন পান মিথুন। শুভাগত হোমের চতুর্থ এবং শেষ বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দুই বার ক্যাচ তুলে নেন তিনি। দুইবারই সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন এই ম্যাচে অভিষিক্ত ক্রিকেটার আলি ইসলাম।
ব্যর্থ গেইল-মারুফ
মেহেদি মারুফ এবং ক্রিস গেইল মিলে রংপুরের শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের তৃতীয় ওভারের শুভাগত হোমকে ছক্কা হাঁকিয়ে ওভারের দারুণ শুরু করেন গেইল।এরপরের বলে লেগ বিফরের ফাঁদে পড়লে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়ে অবশ্য সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন গেইল।
তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাসেল এবং পোলার্ডের সম্মলিত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। পরের ওভারে বোলিংয়ে এসে মেহেদি মারুফকে ১০ রানে উইকেটের পেছনে ১০ রানে ক্যাচ দিয়ে বিদায় করেন রাসেল।
রংপুর রাইডার্স একাদশঃ
ক্রিস গেইল, মেহেদি মারুফ, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, ফরহাদ রেজা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, সোহাগ গাজি।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মিজানুর রহমান, আল-ইসলাম।